হিলিতে শহীদদের স্বরণে শিক্ষার্থীদের মোমবাতি প্রজ্বলন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:২৩ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২৪ অনলাইন ডেস্ক : দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে মোমবাতি প্রজ্বলন করে দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণ করেছে শিক্ষার্থীরা। বুধবার সন্ধ্যায় উপজেলা পরিষদের কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষার্থীরা এই মোমবাতি প্রজ্বলন কর্মসূচির আয়োজন করেন। এ সময় শিক্ষার্থীদের সাথে একাত্মতা ঘোষণা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন রাজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায় এবং স্থানীয় শিক্ষক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সাধারণ মানুষ। এ সময় কয়েকশ’ শিক্ষার্থী হাতে মোমবাতি প্রজ্বলন করে শহীদ মিনারে ঘণ্টাব্যাপী অবস্থান করেন। কর্মসূচিতে শিক্ষার্থীরা আন্দোলনে নিহত ছাত্রদের প্রতি শোক প্রকাশ করে ১ মিনিট নিরবতা পালন করেন।শিক্ষার্থীদের মধ্যে রিয়াল চৌধুরী বলেন, ইতিহাস সাক্ষী আছে ছাত্রদের কোনো আন্দোলন আজ পর্যন্ত ব্যর্থ হয়নি। ১৯৫২ সালে ভাষা আন্দোলন শুরু হয়েছিল ছাত্রদের হাত ধরে, তেমনি ২০২৪ সালে ছাত্রদের মাধ্যমে আমরা আরেকটি বিজয় পেয়েছি, পেয়েছি স্বাধীন দেশ। আমাদের যে রাষ্ট্রীয় সম্পদ রয়েছে অনেকেই অনেক কিছু ব্যবহার করার চেষ্টা করবে। আমরা যার যার অবস্থান থেকে এসব সম্পদ রক্ষায় সচেষ্ট থাকব। উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন রাজ বলেন, আপনাদের কাছে আমার একটাই দাবি এই আন্দোলনের শেষ পর্যন্ত সবাই ঐক্যবদ্ধ হয়ে থাকবেন। তিনি বজ্র কণ্ঠে বলেন, আমি আওয়ামী লীগ করি কিন্তু আওয়ামী লীগের দালালি করি না। আমি বঙ্গবন্ধুর আদর্শের আ’লীগ করি! আগামী দিনে হাকিমপুরকে একটি আধুনিক মডেল টউপজেলা গঠনে আপনাদের সকলের সহযোগিতা চাই। সেই আপনাদের জন্য আমার দরজা সবসময় খোলা রয়েছে। কর্মসূচি শেষে তিনি উপস্থিত সবাইকে মিষ্টি মুখ করার আমন্ত্রণ জানান। এ সময় উপস্থিত ছিলেন ইউএনও অমিত রায়, সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের ইসলামির আমীর আমিনুল ইসলাম, বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক সাইদুর রহমান, পাউশগাড়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক ওবায়দুর রহমানসহ শত শত শিক্ষার্থী ও সাধারণ মানুষ। পরে নিহতদের স্মরণ করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। Share this:FacebookX Related posts: হিলিতে সংবাদকর্মীদের পিপিই প্রদান হিলিতে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন হিলিতে ছাত্রলীগের প্রতিষ্ঠা বাষির্কী পালিত হিলিতে বিজিবি’র শীতবস্ত্র বিতরণ হিলিতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ হিলিতে ভারত-বাংলাদেশের কাস্টমসের মিষ্টি ও ফুলের শুভেচ্ছা বিনিময় হিলিতে ৭ দিনের লকডাউন হিলিতে বেশি দামে তেল বিক্রি, ৩ ব্যবসায়ীকে জরিমানা হিলিতে তেল পাম্পে মিলছে না পেট্রোল-অকটেন আমদানি বৃদ্ধি পাওয়ায় হিলিতে কাঁচা মরিচের দাম অর্ধেকে নেমেছে হিলিতে দাম কমেছে পেঁয়াজ-কাঁচা মরিচের হিলিতে ফের বাড়লো কাঁচা মরিচের দাম SHARES Matched Content দেশের খবর বিষয়: মোমবাতি প্রজ্বলনশহীদদের স্বরণে শিক্ষার্থীদেরহিলিতে