ফুলবাড়ী পৌরসভা নির্বাচনে ভোটের লড়াইয়ে ৪৩ প্রার্থী

প্রকাশিত: ৯:২১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২০

অনলাইন ডেস্ক : দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার নির্বাচনে প্রথম বারের ন্যায় ইভিএমে ভোট গ্রহন করা হবে। মেয়র পদে ৪ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৯ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী ভোট যুদ্ধে লড়ছেন।

আগামী ২৮ ডিসেম্বর সোমবার প্রথম দফায় দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার নির্বাচন। সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহনের জন্য সকল ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে। মেয়র পদে লড়ছেন ৪ প্রার্থী। এরা হলেন, উপজেলা যুবলীগের সভাপতি খাজা মঈনুদ্দিন (নৌকা), বিএনপির পৌর কমিটির সাধারণ সম্পাদক শাহাদাত আলী সাহাজুল (ধানের শীষ), বর্তমান মেয়র স্বতন্ত্র প্রার্থী মুর্তুজা সরকার মানিক (জগ) এবং বিএনপির বিদ্রোহী প্রার্থী উপজেলা বিএনপির বহিস্কৃত সভাপতি খুরশিদ আলম মতির ছোট ভাই মাহমুদ আলম লিটন (নারিকেল গাছ)। ছোট ভাইয়ের পক্ষে নির্বাচনী কর্মকান্ডে অংশ নেয়ার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় কমিটি খুরশিদ আলম মতিকে দলের প্রাথমিক সদস্যপদ সহ সকল পদ থেকে বহিষ্কার করেছে। মতি ফুলবাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।

পৌর নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে ৯টি ওয়ার্ডে ২৯ জন ও বৃহত্তর ৩টি ওয়ার্ডে মহিলা কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী ভোট যুদ্ধে লড়ছেন। আগামীকালের নির্বাচনে ২৮ হাজার ৫৩ জন ভোটার প্রথম বারের ন্যায় ইভিএমে ভোট দান করে তাদের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচিত করবেন। এর মধ্যে ১৩ হাজার ৬১৫ জন পুরুষ ও ১৪ হাজার ৪৩৮ জন মহিলা ভোটার। ১০টি কেন্দ্রের ৯৪টি ভোট কক্ষে নির্বাচনী দায়িত্বে থাকবেন ২৯২ জন কর্মকর্তা। এর মধ্যে ১০ জন প্রিসাইডিং অফিসার, ৯৪ জন সহকারী প্রিসাইডিং অফিসার ও ১৮৮ জন পোলিং অফিসার।

পৌর নির্বাচনের রির্টানিং অফিসার ও জেলা সিনিয়র নির্বাচন অফিসার শাহিনুর ইসলাম প্রামানিক জানান, ভোট গ্রহনের জন্য ১৯৩টি ইভিএম প্রস্তুত রাখা হয়েছে। যদি কোন ভোট কক্ষে ইভিএমে সমস্যা হয় তাহলে তাৎক্ষনিক নতুন ইভিএম দেয়া হবে। তিনি বলেন, সুষ্ঠ ও শান্তিপূর্ন পরিবেশে ভোট গ্রহনের জন্য সকল ব্যবস্থা নেয়া হয়েছে।