বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২৪ অনলাইন ডেস্ক : লালমনিরহাটের পাটগ্রামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। রোববার ভোরে উপজেলার দহগ্রাম ইউনিয়নের আঙ্গোরপোতা (ডাঙ্গাপাড়া) সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত রফিউল ইসলাম টুকলু (৩৩) দহগ্রাম ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ডাঙ্গাপাড়া গ্রামের আফজাল হোসেনের ছেলে। এলাকাবাসী ও সীমান্ত সূত্রে জানা গেছে, রোববার রাতে ভারত-বাংলাদেশের ৬-৭ জনের পাচারকারীদের একটি দল সীমান্তের ডিএমপি ১ নম্বর প্রধান পিলারের ১ নম্বর উপ-পিলারের নিকট দিয়ে গরু, চিনি ও প্রসাধনীসামগ্রী পারাপারের চেষ্টা করতে থাকে। এ সময় ভারতের ৬ বিএসএফ ব্যাটালিয়নের অর্জুন কোম্পানি সদরের উমর ক্যাম্পের টহল দলের সদস্যরা উভয় দেশের চোরাকারবারীদের দেখে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে দহগ্রামের ডাঙ্গাপাড়া এলাকার টুকলু গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হয়। বিএসএফের সদস্যরা টুকলুর লাশ সীমান্ত থেকে ওইদিন ভোরে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। পরে বিএসএফের সহায়তায় বেলা ১১টায় কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানা পুলিশ থানায় লাশ নিয়ে যায়। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রংপুর ৫১ ব্যাটালিয়নের পানবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আমানুজ্জামান আমান বলেন, ‘ভারতের ১ থেকে ১৫০ গজ অভ্যন্তরে বাংলাদেশি যুবক টুকুলু নিহত হয়। তার লাশ বিএসএফের উমর কোম্পানি সদরে নিয়ে গেছে। কোম্পানি কমান্ডারের সঙ্গে পতাকা বৈঠকের জন্য কথা বলেছি। তারা (বিএসএফ) জানিয়েছে ময়নাতদন্ত করে নিহতের লাশ ফেরত দেবে।’ এ বিষয়ে দহগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, ‘টুকলুদের বাড়ি ভারতীয় সীমান্তের কাছেই। তাদের বাড়িতে গিয়েছি। পরিবারের লোকজন আমাকে জানিয়েছে চিনি আনতে গিয়েছিল। এ সময় বিএসএফের গুলিতে তার (টুকলুর) মৃত্যু হয়েছে। মরদেহ বাংলাদেশে আনার জন্য যোগাযোগ করা হচ্ছে।’ Share this:FacebookX Related posts: পঞ্চগড়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত তেঁতুলিয়ায় বিএসএফের গুলিতে আহত পাথর শ্রমিকের মৃত্যু নবাবগঞ্জ আশুড়ার বিলে ক্রসড্যামের বাঁধ কেটে দিলেন দূর্বত্তরা বিরামপুরে সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির এজিএম সভা অনুষ্ঠিত পুলিশের অভিযানে বিপুল পরিমান মাদকদ্রব্যসহ ৪১ জন গ্রেফতার ভূরুঙ্গামারীতে দুধকুমার-কালজানি নদীতে ভাঙ্গণ ভারতীয় বিএসএফের নির্যাতনের শিকার বাংলাদেশী যুবক কিশোরগঞ্জে সেতু আছে সড়ক নেই ঘোড়াঘাটে ভেজাল যৌন উত্তেজক সিরাপ ও নকল পণ্যসহ ২ সহোদর গ্রেপ্তার ভুট্টায় ভাগ্য ফিরেছে কৃষকদের পঞ্চগড়ে কবরস্থান থেকে কঙ্কাল চুরি “আওয়ামী লীগ কথা দিয়ে কথা রাখে”- তথ্য মন্ত্রী হাসান মাহমুদ SHARES Matched Content দেশের খবর বিষয়: গুলিতেবাংলাদেশি যুবক নিহতবিএসএফের