গৌরীপুরে মডেল মসজিদ নির্মাণের জায়গা পরিদর্শন করলেন ইফা মহাপরিচালক দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২০ কমল সরকার,গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের গৌরীপুর উপজেলার পৌর শহরের উত্তর বাজার এলাকায় শুক্রবার (১১ ডিসেম্বর) প্রস্তাবিত মডেল মসজিদ নির্মাণের জায়গা পরিদর্শন করেন ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মহাপরিচালক আনিস মাহমুদ। এ সময় ইফা মহাপরিচালক পৌর শহরে বায়তুল আমান জামে মসজিদে জুম্মার নামায আদায় করেন এবং করোনা ভাইরাস সংক্রমণের ২য় ঢেউ মোকাবিলায় স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য মুসুল্লিদের প্রতি আহ্বাণ জানান। নামায আদায় শেষে ইফা মহাপরিচালক আনিস মাহমুদ বায়তুল আমান জামে মসজিদ সংলগ্ন এলাকায় মডেল মসজিদ নির্মাণের জায়গা পরিদর্শন ও সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কান্তি বসাক, উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ রাহাত, মডেল মসজিদ নির্মাণ প্রকল্প পরিচালক মোঃ শফিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী (পিডব্লিউডি) সাইফুজ্জামান চুন্নু, ময়মনসিংহ জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আবদুল ওয়াদুদ, কিশোরগঞ্জ জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক হাফেজ আহাম্মদ, বায়তুল আমান জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ইউসুফ আলী, প্রেসক্লাবের সহ-সভাপতি আলী হায়দার রবিন, সাবেক সাধারণ সম্পাদক আবু কাউছার চৌধুরী রন্টি। বায়তুল আমান জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আবুল মুনসুর বলেন ইফা মহাপরিচালক স্যার মডেল মসজিদ নির্মাণের জন্য জায়গা পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন। Share this:FacebookX Related posts: গৌরীপুরে গরু-ছাগলের হাট বন্ধ করলেন মেয়র ও ইউএনও! হালুয়াঘাটে রাস্তায় ঘুড়ে ঘুড়ে ত্রাণ বিতরণ করলেন ইউএনও রেজাউল করিম গৌরীপুরে কর্মহীন ও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন ব্যাচ ৯৫ গৌরীপুরে পঃ পঃ পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন করেন মহাপরিচালক গৌরীপুরে ৪ কিলোমিটার পাকা রাস্তার ভিত্তি প্রস্থর স্থাপন করলেন এমপি পঞ্চগড়ে আশ্রয়ণ প্রকল্পের কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক গৌরীপুরে স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণে অবহিতকরণ কর্মশালা রংপুরে দেশীয় চোলাই মদ পান করে চারজনের মৃত্যু মাদারীপুরে নতুন আরো ২৯ জনসহ আক্রান্ত ৭৩৮ বাউফলে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ মেহেরপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি বাড়ি থেকে পালানো কিশোরী ৯৯৯ এ ফোন কলে উদ্ধার SHARES Matched Content দেশের খবর বিষয়: ইফাকরলেনগৌরীপুরে মডেল মসজিদ নির্মাণের জায়গা পরিদর্শনমহাপরিচালক