বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার প্রতিবাদে বিরামপুরে প্রশাসনের প্রতিবাদ সভা

প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২০

জাকিরুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্য অবমাননার প্রতিবাদে দিনাজপুরের বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০ টায় ‘জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান’ এ শ্লোগানকে সামনে রেখে ইউএনও পরিমল কুমার সরকারের সভাপতিত্বে, উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহসিয়া তাবাসসুম, সিনিয়র সহকারী পুলিশ সুপার মিথুন সরকার, স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সোলায়মান হোসেন মেহেদী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান, কৃষি কর্মকর্তা নিকছন চন্দ্র পাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাওছার আলী, সমাজসেবা কর্মকর্তা রাজুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা আব্দুল লতিফ, মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিনারা বেগম, সরকারি কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ।

এসময় বক্তারা জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ ও সম্মান অক্ষুন্ন রাখার বিষয়ে একাত্মতা ঘোষণা করেন ও বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননা এবং কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।