গৌরীপুরে কর্মহীন ও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন ব্যাচ ৯৫

প্রকাশিত: ১:২৩ অপরাহ্ণ, মে ২, ২০২০

কমল সরকার,গৌরীপুর ; করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া মানুষ ও দুস্থদের মাঝে শুক্রবার (১ মে) ত্রাণ সামগ্রী বিতরণ করেন ময়মনসিংহের গৌরীপুর ব্যাচভিত্তিক সংগঠন এসএসসি ৯৫ ব্যাচের বন্ধুরা। উদ্বোধনী দিনে ১শ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দেন।

বিতরণ কার্যক্রমে অংশ নেন ৯৫ব্যাচের বন্ধু শহিদুল ইসলাম মিল্টন, মোঃ সাইফুল ইসলাম, আজহারুল ইসলাম, শহিদুল ইসলাম খান সোহেল, মনন নাঈম, মহসিন হোসেন, এসামুল হক সায়মন প্রমুখ।

প্রত্যেক পরিবারকে দেয়া হয় চাল ৫ কেজি, আলু এক কেজি, ডাল আধা কেজি, চিনি আধা কেজি, লবণ আধা কেজি, তেল আধা লিটার ও একটি হাত ধোয়ার সাবান । শহিদুল ইসলাম মিল্টন জানান, ঈদ পর্যন্ত তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। ৯৫ব্যাচের বন্ধুদের আর্থিক সহযোগিতায় এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।