গৌরীপুরে ৪ কিলোমিটার পাকা রাস্তার ভিত্তি প্রস্থর স্থাপন করলেন এমপি

প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২০

কমল সরকার, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ২নং গৌরীপুর ইউপি হেডকোয়াটার হইতে শ্যামগঞ্জ জিসি রাস্ত ভায়া লামাপাড়া বিটুমিনাস কার্পেটিং দ্বারা ( চেইন ৭০০-৪৭০০) গৌরীপুর এলজিইডি বাস্তবায়নে ফুলবারীয়া মেসার্স হৃদয় এন্টার প্রাইজ এর নির্মানে ৩,৮৬৬৫,৫৩৯ টাকা ব্যয়ে উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

বুধবার (২ ডিসেম্বর) দুপুরে রাস্তা পাকাকরন কাজের শুভ উদ্ভোধন করেন ১৪৮ ময়মনসিংহ ৩ আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট নাজিম উদ্দীন আহমেদএম পি। এ সময় উপজেলা আওয়ামীগের সাংগঠিক সম্পাদক আবুল কালাম আজাদ, মইলাকান্ধা ইউনিয় আওয়ামীগের সাধারন সম্পাদক সুশাস্ত কুমার রায় তপন, মাওহা ইউনিয়ন আওয়ামীগের সাধারন সম্পাদক কবির উদ্দিন কবির, মইলাকান্ধা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফারুক গৌরীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হযরত আলী,

মইলাকান্দা ইউনিয়নের চেয়ারম্যন পদে প্রার্থী ইকবাল হাসান আজাদ লিটন, লামাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান, পৌর যুবলীগের সাবেক আহব্বায়ক আব্দুর রউফ মোস্তাকিম, পৌর যুবলীগের সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন বাচ্চু, উপজেলা সেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, পৌর ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক উমর ফারুক স্বাধীন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মিজানুর রহমান,উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ইমতিয়াজ সুলতান জনি, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেনসহ এলাকার স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।