গৌরীপুরে পঃ পঃ পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন করেন মহাপরিচালক

প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২০

কমল সরকার,গৌরীপুর (ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের গৌরীপুরে স্থানীয় পাবলিক হলে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৯ টায় উপজেলা ফ্যামিলি প্ল্যানিং ফিল্ড সার্ভিসেস ডেলিভারী, পরিবার পরিকল্পনা অধিদপ্তর ঢাকার আয়োজনে ও উপজেলা পরিবার পরিকল্পনা কার্য্যালয়ের বাস্তবায়নে ‘স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ে কর্মরত সেবা প্রদানকারীদের পরিবার পরিকল্পনা পদ্ধতি বিষয়ক ২ দিনব্যাপী প্রশিক্ষণ এর উদ্বোধন করা হয়।

উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খানের সভাপতিত্বে ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ডিপিএম মোঃ জয়নাল আবেদীনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষনের উদ্বোধন করেন পরিবার ও পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) ও এনডিসি শাহান আরা বানু।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুগ্ম-সচিব ও পরিচালক অর্থ ডাঃ মোঃ সারোয়ার বারী, ময়মনসিংহ বিভাগীয় পরিচালক বসির উদ্দিন, উপ-পরিচালক মোঃ মাজহারুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ রাহাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রবিউল ইসলাম, প্রজেক্ট কো-অর্ডিনেটর ডাঃ জাহাঙ্গীর আলম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামাল হোসেন প্রমুখ। পরে মহাপরিচালক শাহান আরা বানু বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুসহ ৪ জাতীয় নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনসহ স্থানীয় মুক্তিযোদ্ধা কবরস্থানে শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত করেন। এসময় স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে তিনি মা ও শিশু কল্যান কেন্দ্র পরিদর্শন ও এর আঙ্গিনায় বৃক্ষরোপন করেন।#