গৌরীপুরে ‘জাতির পিতার সম্মান-রাখবো মোরা অম্লান’ শ্লোগানে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২০

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের গৌরীপুরে সরকারি-কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে শনিবার (১২ডিসেম্বর) ‘জাতির পিতার সম্মান-রাখবো মোরা অম্লান’ শ্লোগানে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচী পালন করা হয়।

মানব বন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ রাহাত, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবিদুর রহমান, থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন, উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার আবু সালেহ মোঃ ওয়াহেদুল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল আলম, যুব উন্নয়ন অফিসার নন্দন কুমার দেবনাথ, খাদ্য নিয়ন্ত্রক বিপ্লব কুমার সরকার, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ আব্দুল মান্নান প্রমুখ।