সংবাদ প্রকাশের পর কর্মস্থলে উপস্থিত হয়েছেন হালুয়াঘাটের সেই ১৯ কর্মকর্তা

প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২০

জোটন চন্দ্র ঘোষ, হালুয়াঘাট : করোনাভাইরাস প্রতিরোধ ও এর প্রাদুর্ভাবজনিত যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সহযোগিতা দিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সার্বক্ষণিক কর্মস্থলে থাকার জন্য সরকারি নির্দেশ দেওয়া হলেও ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় কর্মরত সরকারি বিভিন্ন দপ্তরের প্রায় ১৯ জন কর্মকর্তা সরকারি নির্দেশ মানচ্ছেন না।

এই মর্মে গতকাল ৩০ মার্চ সোমবার অপরাহ্নে বাংলাদেশের জনপ্রিয় ডেইলি অবজারভার অনলাইন ভার্সনের সারা বাংলায় “হালুয়াঘাটে সরকারি নির্দেশ মানচ্ছেন না ১৯ কর্মকর্তা,ত্রাণ বিতরণ কার্যক্রম ব্যাহত” শিরোনামে ও দৈনিক সময় সংবাদ অনলাইন পত্রিকায় ‍‍হালুয়াঘাটে বিভিন্ন দপ্তরের ১৯ জন কর্মকর্তা অনুপস্থিত,ত্রাণ বিতরণ বাঁধাগ্রস্থ শিরোনামে সংবাদ প্রকাশের পর ৩১ মার্চ মঙ্গলবার সকালে কর্মস্থলে ফিরেছেন সেই ১৯ জন সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম এ প্রতিবেদককে বলেন, আজ থেকে উপজেলায় কর্মরত সকল কর্মকর্তাগণ সরকার কর্তৃক বরাদ্দকৃত ত্রাণ সামগ্রী অসহায় দুস্থদের মাঝে বিতরণের জন্য ভ্যানগাড়ী যোগে উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভায় প্রত্যেকের বাড়িতে নিয়ে যাবেন। সকলকে নিজ নিজ বাড়িতে অবস্থান করতে অনুরোধ জানান তিনি।

তিনি আরো জানান, গতকাল দিবাগত রাতে উপজেলার ধারা ইউনিয়নের কয়েকটি গ্রামে স্থানীয় সাংসদ জুয়েল আরেং মহোদয়ের নেতৃত্বে অসহায় দুস্থ কিছু পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। পাশাপাশি প্রত্যেক ইউনিয়নে ও গ্রামে গ্রামে দুস্থ শ্রমজীবি মানুষের তালিকা তৈরি করা হয়েছে শিঘ্রই তাদের নিজ নিজ বাড়িতে খাদ্য সামগ্রী পৌচ্ছে দেওয়া হবে।
dainik somoy sangbad
উল্লেখ যে, অত্র উপজেলায় অনুপস্থিত কর্মকর্তারা ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা ফরিদুল ইসলাম,্ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূর মোহাম্মদ, ভেটেনারি সার্জন ডাঃ তারেক আহমেদ, উপজেলা প্রকৌশলী শান্তনু ঘোষ সাগর, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুর রহমান, সাব-রেজিষ্ট্রার আয়শা সিদ্দীকা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এসএম আনোয়ার হোসেন, উপজেলা আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) বিল্লাল হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা জন কেনেথ রিছিল, উপজেলা রিসোর্স সেন্টার এর ইন্সট্রাকক্টর মোহাম্মদ বদরুজ্জামান, একাডেমিক সুপারভাইজার মোঃ সাইফুল ইসলাম, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ কামাল আজাদ, উপ-সহকারী প্রকৌশলী (ক্ষুদ্র সেচ) ওয়াসিম আকরাম, তথ্য সেবা কর্মকর্তা,তথ্য আপা প্রকল্প রাফিজা আক্তার বিউটি, উপজেলা সমন্ময়কারী আরেকুজ্জামানসহ ১৯ জন কর্মকর্তা।

এ ছাড়াও অসুস্থ জনিত কারণে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন ৫জন তারা হলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শহীদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাকির হোসেন মোল্লা, উপজেলা শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার সূত্রধর, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা।