গফরগাঁও পৌরসভা আ.লীগের সমর্থন পেলেন সুমন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ২:৩৬ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২০ ষ্টাফ রিপোর্টার : গফরগাঁও পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের সমর্থন পেলেন এসএম ইকবাল হোসেন সুমন। তিনি পৌরসভার বর্তমান মেয়র ও ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সভায় তার নাম ঘোষণা করা হয়। নাম ঘোষণা করেন সভার সভাপতি, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক, স্থানীয় এমপি ফাহমী গোলন্দাজ বাবেল। জানা যায়, আসন্ন পৌরসভা নির্বাচনে তৃণমূল পর্যায়ে থেকে প্রার্থী বাছাই করে কেন্দ্রে নাম প্রেরনের জন্য মঙ্গলবার বিকালে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সভা আহবান করা হয়। সভায় ২৮ ডিসেম্বর গফরগাঁও পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী বাছাই করে কেন্দ্রে নাম প্রেরনের জন্য আলোচনা করেন কার্যনির্বাহীর সদস্যরা। প্রার্থী বাছাইয়ের জন্য ভোটেরও আয়োজন ছিল। বর্তমান মেয়র এস এম ইকবাল হোসেন সুমন একক প্রার্থী হওয়ায় উপজেলা আওয়ামীলীগ ও পৌরসভা আওয়ামীলীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে মেয়র পদে এসএম ইকবাল হোসেন সুমনের নাম গৃহীত হয়। এ সময় উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আমির হোসেন, সাবেক সাধারন সম্পাদক দুলাল উদ্দিন আকন্দ, পৌরসভা আৗয়ামীলীগের সভাপতি আব্দুল হালিম মানিক, সাধারন সম্পাদক মতিউর রহমান বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ও স্থানীয় এমপি ফাহমী গোলন্দাজ বাবেল বলেন, কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী কার্যনির্বাহী কমিটির এ সভার আয়োজন করা হয় এবং সভার সিদ্ধান্ত আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটিকে লিখিতভাবে জানানো হবে। Share this:FacebookX Related posts: গৌরীপুর পৌরসভায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভা গফরগাঁও জমি নিয়ে বিরোধে বৃদ্ধ নিহত গৌরীপুর পৌরসভা সাড়ে ৫৪ কোটির টাকার বাজেট ঘোষণা গৌরীপুরে স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণে অবহিতকরণ কর্মশালা শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে শিক্ষক খুন, এলাকায় শোকের মাতম গৌরীপুরে ঘুরাঘুরি ও দোকান খোলা রাখায় ৫জনকে জরিমানা নওগাঁ পৌরসভা এলাকার কর্মহীন ৫ হাজার লোকের মধ্যে টাকা বিতরণ মুক্তাগাছায় ১৬৯ বোতল ফেন্সিডিল উদ্ধার: দুই মাদক ব্যবসায়ী আটক গৌরীপুরে মেছো বিড়াল উদ্ধার র্যাব-১৪ ময়মনসিংহ কর্তৃক চোরাই মোটরসাইকেল উদ্ধার,আটক-১ বোয়ালী দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটিকে অবৈধ দাবী করে সংবাদ সম্মেলন গৌরীপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৭ সংরক্ষিত মহিলা পদে ১৪ ও কাউন্সিলর পদে ৪৩ মনোনয়ন পত্র জমা SHARES Matched Content দেশের খবর বিষয়: আ.লীগের সমর্থন পেলেনগফরগাঁওপৌরসভাসুমন