গৌরীপুরে লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২০ কমল সরকার, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি।শীতের আগমনী বার্তায় ময়মনসিংহের গৌরীপুরে লেপ- তোষক তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছে লেপ-তোষক তৈরীর কারিগররা। শীত নিবারণের আগাম প্রস্তুতি হিসাবে লেপ তোষক তৈরীতে ক্রেতারাও ভীড় করছে দোকানে। অনেকেই আবার নিজের সংগ্রহে থাকা পুরোনো লেপ- তোষক সংস্কার করতে ব্যস্ত হয়ে পডেছেন। লেপ-তোষকের স্থানীয় ব্যবসায়ী ও কারিগররা জানান করোনা পরিস্থিতির কারণে গত বছরের তুলনায় এবারের শীতে লেপ- তোষকের চাহিদা কম। তাছাড়াও এই অঞ্চলে এখনো ধান কাটা পুরোপুরি শেষ হয়নি। তাই গ্রামঞ্চল থেকে গৃহস্থরা লেপ- তোষক তৈরীতে তেমন ভাবে আসছেনা। তবে শীত বাড়ার সাথে সাথে চাহিদা বাড়তে পারে এমনটাই আশা করছেন তারা। প্রচলিত ঋৃতু অনুযায়ী পৌষ ও মাঘ মাস শীতকাল। তবে আমাদের এখানে কার্তিক মাসের মাঝামাঝি থেকেই শীতের জাঁকিয়ে বসতে শুরু করে। তাই শীত মোকাবিলায় আগাম প্রস্ততি হিসাবে ব্যবসায়ীরা গ্রাহকের চাহিদা নেয়ার পাশাপাশি রেডিমেট লেপ-তোষক তৈরি করে দোকানে মজুদ করে রাখছেন। উপজেলা ও পৌর শহরের বিভিন্ন দোকানে খোঁজ নিয়ে দেখা গেছে শীত নিবারনের প্রস্তুতি হিসেবে এখনই লেপ-তোষক বানাতে দোকানে ভীড় করছেন ক্রেতারা। কারিগররাও লেপ- তোষক তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। এ বছর একটি লেপ তৈরি করতে ৮শ টাকা থেকে ১৫শ টাকা পর্যন্ত খরচ হচ্ছে। তোষক বানালে খরচ পড়ছে ১হাজার টাকা থেকে সর্বোচ্চ ৩ হাজার টাকা। এক্ষেত্রে একটি লেপ তৈরিতে একজন কারিগর ১৫০ টাকা ও একটি তোষক তৈরিতে একজন কারিগর ১৫০ টাকা করে মজুরি পেয়ে থাকেন। পৌর শহরের সোহেল মেট্রেস এর কারিগর লিটন সাহা বলেন লেপ একটি লেপ তৈরিতে একজন কারিগরের সময় লাগে ১ ঘণ্টা। এভাবে একজন কারিগর দিনে ৮ থেকে ১০ টি লেপ তৈরি করতে পারেন। অনুরূপভাবে দিনে ৮ থেকে ১০টি তোষক তৈরিতে একই সময় ব্যয় হয়। পৌর শহরের সিরাজ বেডিং স্টোর এর প্রোপাইটার রিয়াজ উদ্দিন বলেন শীত মওসুমে তিন মাস কারিগররা যে হারে লেপ- তোষক তৈরির কাজ পান বছরের বাকি সময় তাদের এই কাজ থাকেনা। তখন তারা অন্য পেশায় নিয়োজিত হন। এ বছর কাজের চাহিদা কম থাকায় ব্যবসায়ীদের পাশাপাশি কারিগরদেরও উপার্জন কমে গেছে। তবে শীত বাড়ার সাথে সাথে চাহিদা বাড়তে পারে বলে তিনি আশা করছেন। Share this:FacebookX Related posts: গদখালিতে ফুল বাগানের পরিচর্যায় ব্যস্ত চাষিরা দৌলতখানে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা বেনাপোলে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা জয়পুরহাটে লেপ তোষক তৈরিতে ব্যস্ত হয়ে উঠছেন কারিগররা কুমড়ি বড়ি তৈরিতে ব্যস্ত লালপুরের নারীরা গৌরীপুরে স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণে অবহিতকরণ কর্মশালা আত্রাইয়ে প্রকৃতি কন্যা সেজেছে গায়ে হলুদ বরণ সাজে রংপুরে দেশীয় চোলাই মদ পান করে চারজনের মৃত্যু মাদারীপুরে নতুন আরো ২৯ জনসহ আক্রান্ত ৭৩৮ বাউফলে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ মেহেরপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি বাড়ি থেকে পালানো কিশোরী ৯৯৯ এ ফোন কলে উদ্ধার SHARES Matched Content দেশের খবর বিষয়: কারিগররাগৌরীপুরে লেপ-তোষকতৈরিতেব্যস্ত