নেত্রকোণায় ট্রাক চাপায় মহিলা নিহত

প্রকাশিত: ১:৪১ পূর্বাহ্ণ, অক্টোবর ২০, ২০২০

অনলাইন ডেস্ক : নেত্রকোনা জেলা পুরাতন কোর্ট রোডের দত্ত উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে সোমবার সকালে ট্রাকের চাপায় কামরুন নাহার আক্তার শিরিন (৫৫) নিহত হয়েছেন। তিনি জেলা শহরের কুড়পার এলাকার অ্যাডভোকেট সিদ্দিকুর রহমানের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নেত্রকোণা জেলা শহরের কুড়পাড় এলাকার অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান ভূঁইয়ার স্ত্রী সোমবার সকাল ১১টার দিকে ব্যাটারি চালিত অটোরিক্সা করে বড় বাজারে তেকে বাড়ী যাচ্ছিলেন। পুরাতন কোর্ট রোডের দত্ত উচ্চ বিদ্যালয় ও নেত্রকোনা আদর্শ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ব্যাটারি চালিত অটোরিক্সকে মুখোমুখি ধাক্কা দেয় দ্রুতগামী একটি ট্রাক এতে করে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে এবং ট্রাকটিকে আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে।

নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তাজুল ইসলাম জানান, ময়না তদন্তের জন্য নিহতের লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। চালক পালিয়ে গেছে।