ভালুকায় এগ্রো ফার্মে আগুন: পনের লাখ টাকার ক্ষতি

প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২০

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় এস এস এগ্রো ফার্মে অগ্নিকান্ডের ঘটনায় প্রায় পনের লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাটি ঘটেছে সোমবার বিকালে উপজেলার হবিরবাড়ী ইনিয়নের জামিরদিয়া গ্রামে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় এস এস এগ্রো ফার্মে আগুন ছড়িয়ে পরলে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ এস এস এগ্রো ফার্মের মালিক হাজী সালাউদ্দিন সরকার জানান র্ফামে খড় এর মাঝে কে বা কাহারা আগুন লাগিয়ে দেয় এতে ফার্মের ১০ টি ষাঢ়, বকনা, গাভী গরু আহত হয় এবং সেট ঘরটি পুড়ে যায়। এতে প্রায় পনের লক্ষ টাকার ক্ষতি হয়েছে। রাতে ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শণ করেন।

ভালুকা ফায়ার সার্ভিস অফিসের লিডার মাজাহারুল ইসলাম জানান, দুটি ইউনিট এক ঘন্টা চেষ্ঠা করে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। আগুনের সূত্রপাত কি ভাবে তা তদন্ত সাপেক্ষে বলা যাবে। এ ব্যাপারে ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি ঘটন করা হয়েছে।