গৌরীপুরে অগিদগ্ধ বিদ্যুত কর্মী’র মৃত্যু,পরিবারকে ক্ষতি পূরণ দেয়ার দাবী

প্রকাশিত: ৯:১৬ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২০

কমল সরকার,গৌরীপুর : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ণ ইউনিটে লাইফ সাপোর্টে থাকা গৌরীপুর বিদ্যুৎ অফিসের চুক্তিভিত্তিক কর্মচারী হাবিবুর রহমান হবি শুক্রবার রাত ৯ টা ৫০মিনিটে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি —— রাজিউন)।
প্রশিক্ষণ ছাড়া বিশেষজ্ঞ ব্যতিত বিদ্যুৎ কন্ট্রোলরুমের মতো ঝুঁকিপূর্ণ স্থানে হবি’র মতো কর্মচারীদের প্রবেশাধিকার নেই। সেটি সংরক্ষিত এলাকা। অথচ সেখানে তাকে দিয়ে কাজ করানো হয়েছে।

এটা দায়িত্বহীনতার সামিল বলে উল্লেখ করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন গৌরীপুর উপজেলা শাখার সভাপতি সিনিয়র আইনজীবী বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম মুহাম্মদ আজাদ। তিনি বলেন, এসব কাজের জন্য সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ঝুঁকিভাতা আছে-আজীবন পরিবারের নিশ্চয়তা আছে। হবি’র কিছুই নেই। এ মৃত্যু’র দায় বিদ্যুত বিভাগ ও কর্মকর্তাদের নিতে হবে।

হবি’র মৃত্যুর জন্য তার পরিবার-পরিজনকে আর্থিক ক্ষতিপূরণ অবিলম্বে দেয়ার জন্য দাবী জানাচ্ছি। জানা যায়, ঘটনার দিন গৌরীপুর আবাসিক প্রকৌশলীর কার্যালয়ের বিদ্যুৎ কন্ট্রোলরুমে ৩৩হাজার কেভি থেকে ১১হাজার কেভিতে ট্রান্সফার ফিডবক্সে কাজ করার সময় হাবিবুর রহমান হবি অগ্নিদগ্ধ হন।

বেসরকারি বিদ্যুৎ কর্মী হাবিবুর রহমান হবি গুরুতরভাবে অগ্নিদগ্ধ হলে তার শরীরের ৪৫% শতাংশ পুড়ে যায়। দ্রুত তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের স্থানান্তর করা হয়।