নেত্রকোণায় আনসার-ভিডিপি’র বৃক্ষরোপণ অভিযান শুরু

প্রকাশিত: ১০:০১ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২০

নিজস্ব প্রতিবেদক : মুজিববর্ষ উপলক্ষে নেত্রকোণায় জেলা আনসার ও ভিডিপি’র উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান শুরু হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টায় জেলা কার্যালয়ের আশপাশে পতিত জমিতে বৃক্ষরোপণ ও সদস্য সদস্যাদের মাঝে চারা বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা কমান্ড্যান্ট (অতিরিক্ত দায়িত্ব) পরিচালক মো. জিয়াউল হাসান।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে ও বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদের নির্দেশে সামাজিক দূরত্ব বজায় রেখে সদস্য-সদস্যাদের মাঝে বিভিন্ন জাতের ফলজ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, ‘শুধু গাছের চারা রোপণ করলেই হবে না। এসব চারা যাতে সুস্থ ও স্বাভাবিক ভাবে বেড়ে উঠতে পারে তার জন্য উপযুক্ত পরিচর্যা করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, সহকারী জেলা কমান্ড্যান্ট মুহাম্মদ আব্দুস সামাদ, সার্কেল অ্যাডজুট্যান্ট মো. মনিরুল ইসলাম, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শাহ মোফাচ্ছেল হকসহ আনসার ভিডিপির বিভিন্ন স্তরের সদস্য ও সদস্যাবৃন্দ।

উদ্বোধনী দিনে নেত্রকোণার ১০ উপজেলায় ১৫শ গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়।