কিশোর গ্যাংয়ের ১১৬ সদস্য গ্রেফতার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:১১ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২০ অনলাইন ডেস্ক ; রাজশাহী মহানগরীতে বখাটেদের বিরুদ্ধে চলছে পুলিশের অভিযান। গত শুক্রবার থেকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ১২ থানা পুলিশ একযোগে এই অভিযান করে। এর ধারাবাহিকতায় গত রোববার সন্ধ্যা থেকে সোমবার ভোর পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ১১৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। আরএমপির মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার গোলাম রুহুল কুদ্দুস এ তথ্য নিশ্চত করে বলন, ১২ থানা পুলিশ ১১৬ বখাটেকেত আটক করে। এরা প্রত্যেকেই কিশোর গ্যাংয়ের সদস্য। এই ১১৬ জনকে থানায় এনে প্রথমে যাচাই-বাছাই করা হয়েছে। এরপর ১১২ জনকে মুচলেকা নিয়ে তাদের অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি ৪ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে আরো জাননো হয়, সম্প্রতি রাজশাহীতেও কিশোর অপরাধের মাত্রা বেড়ে গেছে। কিশোররা পড়াশোনায় মনোযোগী না হয়ে বিভন্ন অপকর্মে লিফত হয়ে পড়ছে। স্থানীয় প্রভাবশালী মাস্তানদের সাথে মিলে মহানগরীজুড়েই নানা অপকর্ম করছে। কিশোর গ্যাংয়ের সদস্যরা নারীদের হয়রানি করতেও ছাড়ছে না। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন মহানগরবাসী। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে নেমেছে পুলিশ। কিশোর গ্যাংয়ের তৎপরতা নির্মুল না হওয়া পর্যন্ত পুলিশ মাঠে থাকবে। প্রসঙ্গত, গত শুক্রবারে হঠাৎ করেই অভিযান শুরু করে পুলিশ। সেদিন কিশোর গ্যাংয়ের ৫৬ জনকে আটক হয়। এদের মধ্যে ৩২ জনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। বাকি ২৪ জনকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এরপর শনিবার সকাল থেকে রোববার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে ৪২ জনকে আটক করা হয়। এদের মধ্যে ৩৪ জনকে মুচলেকা দিয়ে অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়। বাকি ৮ জনকে কারাগারে পাঠানো হয়। Share this:FacebookX Related posts: চাঁপাইনবাবগঞ্জে চুরি যাওয়া ল্যাপটপসহ দুই ইয়াবা বিক্রেতা গ্রেপ্তার রাণীনগরে ৬ জুয়াড়ির অর্থদণ্ড নওগাঁয় দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত আটক চাঞ্চল্যকর আলমগীর হত্যার প্রধান আসামি লাবু গ্রেফতার বিদেশি রিভলবার ও গুলিসহ যুবক গ্রেফতার খাদ্য কর্মকর্তাকে জিম্মি করে মুক্তিপণ দাবি: গ্রেফতার ৭ জয়পুরহাটে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক জয়পুরহাটে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক র্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ দুই অস্ত্রধারী গ্রেফতার রাজশাহীতে ‘রয়েল চিটিং গ্রুপের’ ৪ প্রতারক গ্রেফতার বর্তমান স্বামীকে হত্যার অভিযোগে সাবেক স্বামী আটক ৪ রাউন্ড তাজাগুলি ও বিদেশি রিভলবারসহ গ্রেফতার ৪ SHARES Matched Content অপরাধ বিষয়: কিশোর গ্যাংয়ের ১১৬ সদস্য গ্রেফতার