৪ রাউন্ড তাজাগুলি ও বিদেশি রিভলবারসহ গ্রেফতার ৪ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২১ নিজস্ব প্রতিবেদক : মাদক ও অস্ত্র চোরাচালান বিরোধী পৃথক অভিযান চালিয়ে বুধবার রাত সাড়ে ১০ টায় ৪ রাউন্ড তাজাগুলিসহ একটি বিদেশী রিভলবার ও ২৬ কেজি ৭শ গ্রাম গাঁজা উদ্ধার এবং ৪ শীর্ষ অস্ত্র ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ জানান, জেলার ক্ষেতলাল উপজেলার বটতলি বাজার এলাকায় প্রথমে অভিযান চালিয়ে ২৬ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এরা হচ্ছে বগুড়া জেলার আদমদিঘী উপজেরার দোহারপুর গ্রামের বাচ্চু সরদারের দুই ছেলে ইমরান হোসেন (২২) ও এনামুল হক (২৪)। অপরদিকে, সদর উপজেলার ভাদসা ইউনিয়নের ভাদসা বাজার এলাকায় অভিযান চালিয়ে ৪ রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশী রিভলবার উদ্ধার ও শীর্ষ দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এরা হচ্ছে পার্শবর্তী নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার ইনশিরা গ্রামের নৃপেন্দ্রনাথ মন্ডলের ছেলে সুব্রত কুমার (৩৬) ও ধনঞ্জয়পুর গ্রামের গোলাম রব্বানীর ছেলে বায়েজিদ হোসেন (২৬)। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, মাদকদ্রব্য হিসাবে ভারত থেকে অবৈধভাবে গাঁজা সংগ্রহ করে নওগাঁ ও জয়পুরহাটের মাদকসেবীদের নিকট দীর্ঘদিন ধরে বিক্রি করে আসছিল এবং অবৈধ অস্ত্র চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করে আসন্ন জয়পুরহাট জেলার বিভিন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষে জনসাধারণকে ভয়ভীতি ও হুমকি প্রদানের লক্ষে দুস্কৃতকারীদের নিকট বিক্রি করার চেষ্টা করছিল বলে স্বিকার করে। এ ঘটনায় ক্ষেতলাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ও জয়পুরহাট থানায় অস্ত্র আইনে পৃথকভাবে দুটি মামলা করা হয়েছে বলে জানান, র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ। Share this:FacebookX Related posts: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জাল রুপি ও সরঞ্জামসহ গ্রেফতার-৪ ঈশ্বরদীতে চুরি যাওয়া সাড়ে দশ লাখ টাকার সিগারেট উদ্ধার, গ্রেফতার ৪ চাঁপাইনবাবগঞ্জে চুরি যাওয়া ল্যাপটপসহ দুই ইয়াবা বিক্রেতা গ্রেপ্তার আত্রাইয়ে চোলাই মদসহ আটক-২ নওগাঁয় দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত আটক চাঞ্চল্যকর আলমগীর হত্যার প্রধান আসামি লাবু গ্রেফতার নওগাঁর ধামইরহাটে ২৬৭ বোতল ফেনসিডিলসহ তিন চোরাকারবারী আটক বিদেশি রিভলবার ও গুলিসহ যুবক গ্রেফতার খাদ্য কর্মকর্তাকে জিম্মি করে মুক্তিপণ দাবি: গ্রেফতার ৭ জয়পুরহাটে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক রাজশাহীতে ‘রয়েল চিটিং গ্রুপের’ ৪ প্রতারক গ্রেফতার গাঁজা-মদসহ ১০ মাদকসেবী আটক SHARES Matched Content অপরাধ বিষয়: ৪ রাউন্ডগ্রেফতার-৪তাজাগুলিবিদেশি রিভলবারসহ