যুবলীগ কর্মী শাকিল হত্যার ঘটনায় স্বামী, স্ত্রী ও ছেলে গ্রেফতার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:০৯ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২০ অনলাইন ডেস্ক ; বগুড়া শহর যুবলীগ কর্মী শাকিল হত্যা মামলার প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- মামলার প্রধান আসামি বগুড়া শহরের আকাশতারা এলাকার মোহাম্মদ আলীর ছেলে সুলতান আলী (৪৮), তার স্ত্রী মলি বেগম (৪০) ও ছেলে শাওন (২৬)। রোববার রাতে বগুড়া শহরের বৃন্দাবন পাড়ায় ভাড়া করা একটি বাড়ি থেকে তাদের গ্রেফতার করে। সোমবার দুপুরে এসব তথ্য জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক রেজাউল করিম রেজা। জানা গেছে, গত ১২জুন সকাল ১০টার দিকে শহরের আকাশতারা এলাকায় নারুলী তালপট্টি এলাকার শফিকুল ইসলামের ছেলে যুবলীগ কর্মী শাকিলকে (৩২) কুপিয়ে হত্যা করা হয়। এলাকায় বালুর ব্যবসা ও আধিপত্য নিয়ন্ত্রণ নিয়ে ওই দিন শাকিল ও তার সহযোগীরা সুলতানের ছেলে শাওনকে খুন করতে যায়। এ সময় শাওনের বাবা-মা ও তার সহযোগীরা শাকিলের রামদা কেড়ে নিয়ে তাকেই কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহত শাকিলের বাবা শফিকুল ইসলাম বাদি হয়ে সুলতান, তার স্ত্রী ও ছেলেসহ ৯জনের নামে বগুড়া সদর থানায় মামলা করেন। ওই মামলায় পুলিশ ইতোপূর্বে চিনি আল আমিন ও রাফী নামে দুইজনকে গ্রেফতার করে। মামলার তদন্তকারী কর্মকর্তা বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম রেজা জানান, হত্যাকান্ডের পর থেকেই মামলার প্রধান আসামি সুলতান তার স্ত্রী ও ছেলেসহ লালমনিরহাট জেলার হাতিবান্দায় পালিয়ে ছিলেন। কয়েকদিন আগে তারা বগুড়া শহরের বৃন্দাবন পাড়ায় বাড়ি ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। সেই সংবাদ পেয়ে রোববার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। সোমবার গ্রেপ্তারকৃতদেরকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। Share this:FacebookX Related posts: চাঁপাইনবাবগঞ্জে চুরি যাওয়া ল্যাপটপসহ দুই ইয়াবা বিক্রেতা গ্রেপ্তার আত্রাইয়ে চোলাই মদসহ আটক-২ নওগাঁয় দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত আটক চাঞ্চল্যকর আলমগীর হত্যার প্রধান আসামি লাবু গ্রেফতার নওগাঁর ধামইরহাটে ২৬৭ বোতল ফেনসিডিলসহ তিন চোরাকারবারী আটক বিদেশি রিভলবার ও গুলিসহ যুবক গ্রেফতার খাদ্য কর্মকর্তাকে জিম্মি করে মুক্তিপণ দাবি: গ্রেফতার ৭ জয়পুরহাটে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক জয়পুরহাটে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক রাজশাহীতে ‘রয়েল চিটিং গ্রুপের’ ৪ প্রতারক গ্রেফতার বর্তমান স্বামীকে হত্যার অভিযোগে সাবেক স্বামী আটক ৪ রাউন্ড তাজাগুলি ও বিদেশি রিভলবারসহ গ্রেফতার ৪ SHARES Matched Content অপরাধ বিষয়: যুবলীগ কর্মী শাকিল হত্যার ঘটনায়স্বামী স্ত্রী ও ছেলে গ্রেফতার