
নিহত জনি দে (১৮) রামুর ঈদগড় ইউনিয়নের চরপাড়া (নতুনপাড়া) এলাকার তপন দে’র ছেলে। সে চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী ছিলো। পড়ালেখার পাশাপাশি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে গান করত সে।
জানা গেছে, আগের রাতে একটি অনুষ্ঠানে গান পরিবেশন করে সকালে বাড়ি ফিরছিলেন জনি দে। এ সময় জনির বাবা সঙ্গে ছিলেন। পথিমধ্যে ডাকাতরা তাকে বহনকারী সিএনজি থামানোর চেষ্টা করে। গাড়িটি দ্রুত বেগে চালালে ডাকাত দল গাড়িটি লক্ষ্য করে গুলি চালায়। এতে জনি দে গুলিবিদ্ধ হয়। মুমূর্ষু অবস্থায় তাকে ঈদগাহ এলাকার একটি বেসরকারি ক্লিনিকে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঈদগাঁহ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ঈদগড় ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আলমগীর হোসেন জানান, ঈদগাঁও থেকে ঈদগড় আসার পথে হিমছড়ি ঢালায় সিএনজিবাহী যাত্রীরা ডাকাত দলের কবলে পড়েন। এ সময় ডাকাতের গুলিতে কণ্ঠশিল্পী জনি নিহত হয়।