ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, জুন ২৮, ২০২০

অনলাইন ডেস্ক : খাগড়াছড়ির দীঘিনালায় ইউপিডিএফ সদস্য ধর্ম জয় ত্রিপুরাকে (২৮) গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। রোববার সকাল ৮টায় উপজেলার ১ নং মেরুং ইউনিয়নে হাজাপাড়া এলাকার বিষ্ণু কার্বারী পাড়ায় এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহত ধর্ম জয় ত্রিপুরা দীঘিনালা উপজেলার ২ নং বোয়ালখালী বব্রুবাহন হেডম্যান পাড়ার শশী চরণ ত্রিপুরার ছেলে। সে পূর্বে জনসংহতি সমিতি জেএসএস লারমা গ্রুপের সদস্য ছিল। ২০১৮ সালের ২০ জুলাই কুতুবছড়ি এলাকায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ধর্ম জয় ইউপিডিএফ প্রসীত গ্রুপে যোগদান করে।

ঘটনার সত্যতা স্বীকার করেছেন দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব জানান, ঘটনাস্থল দুর্গম এলাকা। পুলিশ মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হবে। ধারণা করা হচ্ছে প্রতিপক্ষের হামলায় ধর্ম জয় ত্রিপুরা নিহত হয়েছেন।