ধোবাউড়ায় উপজেলা ভূমি অফিসে ঘুষ বানিজ্যর অভিযোগ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:৪৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২০ ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ- ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা ভূমি অফিসে অনিয়ম দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। ধোবাউড়া উপজেলা ভূমি অফিসে জমির খারিজ বা নামজারি করতে সরকার নির্ধারিত ফি এর বাহিরে অতিরিক্ত টাকা নিয়ে নামজারি জমা খারিজ করার লিখিত অভিযোগ করেন আবু সাঈদ নামে এক ভুক্তভোগী। উপজেলা নির্বাহী অফিসার বরাবর দাখিলকৃত লিখিত অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, ৪০ শতাংশ ভুমির খারিজ করতে তার গুনতে হয়েছে ২২হাজার ৫০০টাকা। ভূমি অফিসের নাজির হাসমত উল্লাহ ও তার সহকর্মী আনিস মিয়া খারিজ করে দেওয়ার নাম করে এ টাকা হাতিয়ে নিয়েছে। সরেজমিনে অনুসন্ধানে জানা যায়, উপজেলার কামালপুর গ্রামের মৃত বিল্লাল উদ্দিন ফকিরের ছেলে অশিক্ষিত দরিদ্র রিক্সা চালক জামাল উদ্দিনের ৪০ শতাংশ ভূমি খারিজ/নামজারী করার জন্য জামাল উদ্দিন চট্টগ্রাম থাকায় তার পক্ষে সহোদর ভাগিনা রাউতি গ্রামের আবু সাঈদ খান এর কাছ থেকে কয়েক দফায় ঘুষ লেনদেনের চিত্র ফুটে ওঠে। ভিডিও চিত্র ও লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, ভূমি অফিসের নাজির হাসমত উল্লাহ সুমন খারিজের জন্য ১২ হাজার টাকার চুক্তিতে আবু সাঈদ খানকে পাঠিয়ে দেন অফিস সহকারী আনিস মিয়ার কাছে। নাজির হাসমত উল্লাহ সুমনের চুক্তিকৃত ১২ হাজার টাকার রফা দফা না মেনে দলিলে নামে সমস্যা আছে একথা জানিয়ে আরো ১০৫০০(দশ হাজার পাঁচশত) টাকা লাগবে! ভুক্তভোগী টাকা কম নেওয়ার জন্য অনেক আকুতি মিনতি করলেও চুর না শুনে ধর্মের কাহিনী! সর্বমোট ২২,৫০০ টাকা ব্যতীত খারিজ হবে না বলে স্পষ্ট জানিয়ে দেন অফিস সহকারী আনিস মিয়া এবং বলে যে, এ টাকা থেকে ১টাকাও সে খাবে না। অতিপ্রয়োজনীয় খারিজ দ্রুত পাওয়ার আশায় আবু সাঈদ খান রাজি হয় অতিরিক্ত টাকার চুক্তিতে। অফিস থেকে বলা হয় অনলাইনে আবেদন করার কথা। অলনাইনে আবেদন শেষে উপজেলা ভূমি অফিসে আনিসের কাছে গেলে আবু সাঈদ খানকে ১০০০০(দশ হাজার) টাকা দিতে বলে অফিস সহকারী আনিস মিয়া। দেওয়া হয় প্রথম কিস্তিতে ৬৫০০(ছয় হাজার পাঁচশত) টাকা। প্রথম কিস্তি দেওয়ার পর অতিবাহিত হলো ৮ দিন। মুঠোফোনে ডাকা হয় আবু সাঈদ খানকে। বলা হয় নাইবের কাছ থেকে প্রস্তাব করাতে হবে, টাকা লাগবে আরো ১০০০০ হাজার। দ্বিতীয় কিস্তিতে ৫৫০০(পাঁচ হাজার পাঁচশত) টাকা দেওয়ার পর, আরও চার মাস অতিবাহিত হলে বলা হয় খারিজের কাজ প্রায় সম্পন্ন। খারিজ নিতে আরো টাকা লাগবে ১০৫০০(দশ হাজার পাঁচশত) টাকা। শেষ কিস্তি দিতে অপারগতা প্রকাশ করলেও খারিজ না দেওয়ার হুমকি দেয় অফিস সহকারী আনিস মিয়া! দেখানো হয় ক্ষমতার দাপট। আনিসের অবৈধ ক্ষমতার দাপটে আবু সাঈদ খান অসহায় হয়ে দুদিন পর টাকা নিয়ে অফিসে এসে দেওয়া হয় তৃতীয় কিস্তি। পরবর্তীতে ৪ মাস পর আবু সাঈদ খানকে অফিসে ডেকে এনে খারিজটি বুঝিয়ে দেয় অফিস সহকারী আনিস মিয়া। এদিকে সাংবাদিকদের হাতে ভিডিও চিত্র থাকার খবরে উত্তেজিত হয়ে প্রথম পক্ষ কোন অভিযোগ না করলেও বিগত ২৪ আগষ্ট ২০২০ খ্রীঃ তারিখে উক্ত খারিজটি বাতিলের জন্য মিস মোকদ্দমা নং-০২(ঢওওও)/২০২০-২১ মূলে আবু সাঈদ খানের সহোদর মামা জামাল উদ্দিনকে নোটিশ প্রদান করে এবং ১ সেপ্টেম্বর সকাল ১১টায় জমি ও খারিজের মূল কাগজপত্রসহ এসিল্যান্ড অফিসে শুনানিতে অংশ গ্রহন করতে বলে। জামাল উদ্দিন চট্টগ্রামে রিক্সা চালায় বিধায় সহোদর ভাগিনা আবু সাঈদ খান শুনানিতে অংশ গ্রহন করলে এসিল্যান্ড তার হাত থেকে মুল কাগজপত্রগুলো নিয়ে সার্ভেয়ার সরদার জাহাঙ্গীর হোসেনকে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। জাহাঙ্গীর হোসেন প্রথমপক্ষের মৃত সমচানের পুত্র মতিউর রহমান (৫০) ও আবু সাঈদ খানকে সকাল ১১.২০ থেকে বিকাল ০৩.৩০ পর্যন্ত ভুমি অফিসের নৈশপ্রহরীর কক্ষে ক্ষুধার্তবস্থায় তালাবদ্ধ করে রাখে। সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে মতিউর রহমানকে ছেড়ে দেন এসিল্যান্ড কাবেরী জালাল এবং আবু সাঈদ খানকে পুলিশ ডেকে ধোবাউড়া থানায় পাঠিয়ে দেন। তার বিরুদ্ধে কোন অভিযোগ না থাকায় সাংবাদিকদের হস্তক্ষেপে তাকে ছেড়ে দেয় থানা পুলিশ। ধোবাউড়া থানার এসআই হাসনাত পুলিশ জানান, এসিল্যান্ড স্যার ফোন করে ডেকে নিয়ে সাঈদ নামের ছেলেটিকে আমার হাতে তুলে দেয়। কোন অভিযোগ না থাকায় তার অভিভাবককে ডেকে আমরা তাকে ছেড়ে দেই। এ ব্যপারে প্রতিকার চেয়ে আবু সাইদ উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করে। এঘটনায় ধোবাউড়ায় কর্মরত সাংবাদিকরা এসিল্যান্ড কাবেরী জালালের কাছে জানতে চাইলে সাংবাদিকদের সাথে রূঢ় আচরণ করে উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ করতে বলেন। এ নিয়ে নাজির হাসমত উল্লাহ সুমনের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, খারিজে অতিরিক্ত টাকা নেওয়ার ব্যপারে আমি কিছুই জানি না। এ ঘটনায় অফিস সহকারী আনিস মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, আমি খারিজের জন্য কোন টাকা নেইনি। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেলে ভূক্তভোগী অনেকেই হয়রানির অভিযোগ তোলেন। Share this:FacebookX Related posts: ধোবাউড়ায় বাঁশের সাকো দিয়ে ৩০ গ্রামের মানুষের পারাপার,সেঁতু নির্মানের দাবি ধোবাউড়ায় ঘুষের প্রতিবাদ করায় সাংবাদিকের বিরুদ্ধে মামলার হুমকি ধোবাউড়ায় পূর্ব শত্রুতার জেরে বাঁশের বেড়া দিয়ে রাস্তা বন্ধের অভিযোগ ধোবাউড়ায় গাঁজাসহ যুবক আটক ধোবাউড়ায় বিধিবহির্ভূত ভাবে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রদানের অভিযোগ ধোবাউড়ায় ইউরিয়া সারসহ ট্রাক আটক ধোবাউড়ায় খাবারে বিষ মিশিয়ে হাঁস মারার অভিযোগ ধোবাউড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত ধোবাউড়ায় ঋণের চাপ সইতে না পেরে অন্তস্বত্বা গৃহবধুর আত্মহত্যা ধোবাউড়ায় চাঞ্চল্যকর হনুফা হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার ধোবাউড়ায় মদ বিক্রি করায় ২ জনকে ৬ মাসের কারাদন্ড ধোবাউড়ায় গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস শুভ উদ্ভোধন SHARES Matched Content দেশের খবর বিষয়: উপজেলা ভূমি অফিসেঘুষ বানিজ্যর অভিযোগধোবাউড়ায়