গুইমারায় স্ত্রী-সন্তানের সামনেই যুবককে হত্যা করে লাশ নিয়ে গেল দূর্বৃত্তরা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:৪৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২০ আব্দুর রহিম,জেলা প্রতিনিধি খাগড়াছড়ি : পার্বত্য খাগড়াছড়ির গুইমারায় ঘরের দরজা ভেঙ্গে জেন্দ্র ত্রিপুরা নামে এক উপজাতীয় যুবককে স্ত্রী-সন্তানের সামনেই গুলি করে হত্যা করে লাশ নিয়ে গেছে দূর্বৃত্তরা। সোমবার রাত ১২টার সময় দূর্বৃত্তরা বসত ঘরের দরজা ভেঙ্গে ঘরে ঢুকে গুলি করে জেন্দ্র ত্রিপুরাকে। গুলি কারার পর লাঠি দিয়ে মাথায় বেসামাল ভাবে আঘাত করে এরপর রশি দিয়ে বেধে ঝুলিয়ে লাশটিও নিয়ে গেছে ওই দূর্বৃত্তরা। এমন হৃদয় বিদারক মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উপজেলার কারবারী পাড়ায়। খবর পেয়ে মঙ্গলবার সকালে পুলিশ, নিরাপত্তা বাহিনী ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনা স্থলে যায়। আশ পাশের এলাকায় অনেক খোজা খুজি করেও সন্ধান পায়নি জেন্দ্র ত্রিপুরার লাশের। শুধু ঘরের মেঝেতে পড়ে রয়েছে তাজা রক্ত, দরজায় দেখা যাচ্ছে গুলির ঝাঝরা চিহৃ। বসে রয়েছে ভীত, শোকাহত পরিবারের সদস্যরা। জেন্দ্র ত্রিপুরার স্ত্রী পলিন্দ্রি ত্রিপুরা জানান, রাত বারোটার সময় একদল মুখোসধারী সন্ত্রাসী অস্ত্রসহ এসে প্রথমে দুই রাউন্ড ফাকা গুলি ছুড়ে পরে গাছের লাঠি দিয়ে দরজা ভেঙ্গে ঘরে ডুকে এলাপাতাড়ি গুলি ছুড়ে। একপর্যায়ে জেন্দ্র ত্রিপুরা গুলি বিদ্ধ হয়্ । এরপর লাঠি দিয়ে মাথায় আঘাত করে তারা এরপর রশি দিয়ে বেধে লাঠিতে ঝুলিয়ে তার স্বামীর লাশটিও নিয়ে গেছে ওই দূর্বৃত্তরা। আঞ্চলিক সংগঠন ইউপিডিএফের সংগঠক ক্যালাচিং মারমা জানান, জেন্দ্র ত্রিপুরা কখনো ইউপিডিএফের সদস্য ছিলোনা। এ ঘটনার সাথে তারা জড়িত নয়। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার রামগড় (সার্কেল) ফরহাদ মাজহার বলেন পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তদন্ত পুর্বক ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। Share this:FacebookX Related posts: গুইমারায় বর্ণাঢ্য আয়োজনে মারমা উন্নয়ন সংসদ(মাউস)’র ত্রি-বার্ষিক সম্মেলন মুজিববর্ষ উদযাপনের অংশ হিসেবে গুইমারায় শহীদ মিনার উদ্বোধন গুইমারায় মোটর সাইকেল চালককে হত্যা: ওসির অপসারন দাবীতে উত্তাল গুইমারা গুইমারায় দূর্বৃত্তের আগুনে নিঃশ্ব হলো হতদরিদ্র পরিবার গুইমারায় হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ গুইমারায় থামছেইনা অবৈধ বালু উত্তোলন ‘কেউ ধর্ষক, কেউ দর্শক, মানুষ দেখি না কাউকে’ পটিয়া পৌরসদরে ছুরিকাঘাতে যুবক খুন আম্পানের প্রভাবে হাতিয়ায় ২৬ গ্রাম প্লাবিত নোয়াখালীত সেনাবাহিনীর পক্ষ থেকে এতিমদের জন্য ঈদ উপহার প্রদান করোনা উপসর্গ নিয়ে মায়ের মৃত্যু, লাশ ফেলে সন্তানদের পলায়ন নবীনগরের তুষার আবদুল্লাকে সংবর্ধনা প্রদান SHARES Matched Content চট্টগ্রাম বিভাগ বিষয়: গুইমারায়যুবককে হত্যা করেলাশ নিয়ে গেল দূর্বৃত্তরাস্ত্রী-সন্তানের সামনেই