সবকিছুরই আমাদের জীবনে গুরুত্ব আছে: জয়া আহসান দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২০ বিনোদন ডেস্কঃ দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। নিজের অভিনয়ের মতো সব জায়গাতেই মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছেন এই অভিনেত্রী। তবে সম্প্রতি তিনি নতুন এক উদ্যোগের সঙ্গে একাত্ম প্রকাশ করেছেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ৩০ হাজার কুকুর রাজধানী থেকে স্থানান্তর করতে যাচ্ছে। এমন সিদ্ধান্তে প্রাণী অধিকারকর্মীদের সঙ্গে উদ্বেগ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। রাজধানীর ধানমন্ডিতে দেয়াল চিত্র একে প্রাণিপ্রেমিদের অভিনব প্রতিবাদে সামিলও হয়েছেন এই অভিনেত্রী। অভিনেত্রী জয়া আহসান বলেন, আমাদের আশপাশের প্রত্যেকটা জিনিস- সাপ, ব্যাঙ সবকিছুরই আমাদের জীবনে গুরুত্ব আছে। তাদেরকে আমরা, প্রশাসনই বলুন আর নগর কর্তৃপক্ষ যাদেরকে দিয়েই হোক আমরা যে ধ্বংসাত্মক বিষয় ভাবছি। প্রশাসনের কাজ কিন্তু সৃষ্টিশীলতায় মনোনিবেশ করা। সেখানে তারা যদি এরকম ধ্বংসাত্মক হয়, সেটা আমাদের কারোরই কাম্য নয়। স্টেলা এনিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নোনা আহমেদ বলেন, কুকুর কমিউনিটি বেসড হয়। এদের অন্য কমিউনিটিতে নিয়ে গেলে সেখানকার কুকুরগুলো এদের গ্রহণ করবে না। ফলে তারা মারামারি করবে। এতে সেখানকার মানুষও বিরক্ত হবে। ওরাও না খেয়ে মারা যাবে। ফলে এদের সরিয়ে নেয়া বা মেরে ফেলা একই কথা। ২০১৪ সালে একটি বেসরকারি প্রাণীপ্রেমি সংস্থার রিট আবেদনে কুকুর নিধন বন্ধের নির্দেশ দেন আদালত। তারপর থেকে কুকুর নিধনের বিপরীতে সিটি করপোরেশন ও পৌর এলাকাগুলোতে ভ্যাক্সিনেশন কার্যক্রম শুরু হয়। তবে গত দুবছর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বন্ধ রয়েছে এই কর্মসূচি। এদিকে, ২০১৯ সালের প্রাণীকল্যাণ আইনে মালিকবিহীন কোনো প্রাণি নিধন ও অপসারণ দণ্ডণীয় অপরাধ বলে উল্লেখ করা হয়েছে। Share this:FacebookX Related posts: আবারও মা হয়ে আসছেন জয়া আহসান ‘নাট্যজন জহুরুল ইসলাম স্বপন’ সম্মাননা স্মারক পেলেন গাইবান্ধার তিন গুণীজন এন্ড্রু কিশোরের শেষকৃত্য ১৫ জুলাই, মরদেহ রামেকের হিমঘরে করোনায় অভিনেতা সাদেক বাচ্চুর মৃত্যু উর্মিলা পর্নো স্টার: কঙ্গনা আইপিএলে খেলতে চায় তৈমুর, জানালেন কারিনা এবার আকাশে হৃত্বিকের অ্যাকশন জাতিসংঘের শুভেচ্ছাদূত হলেন তাহসান খান স্ত্রী সানা খানকে নিয়ে এবার যা বললেন স্বামী এবার ভার্চুয়ালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী এবার খোলামেলা পোশাকে নুসরাত সঙ্গীতশিল্পী মিলাকে খুঁজছে পুলিশ SHARES Matched Content বিনোদন বিষয়: আছে: জয়াআহসানসবকিছুরই আমাদের জীবনে গুরুত্ব