একসঙ্গে ধরা দিলেন জায়েদ খান-নুসরাত ফারিয়া দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:৪৫ অপরাহ্ণ, মে ৫, ২০২৪ অনলাইন ডেস্ক : বর্তমান সময়ের ভাইরাল কিং বলা হয়ে থাকে নায়ক জায়েদ খানকে। কারণ, শিল্পী সমিতির নির্বাচনে নিপুন ও জায়েদ খানের কোন্দলে বেশ আলোচিত। শিল্পী সমিতি থেকে সরে যাওয়ার পর বহু কারণে জায়েদ খান এখন ভাইরাল। সবচেয়ে মেয়ে ভক্ত বেশি তার। গত মাসের শেষ সপ্তাহে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ও সিডনিতে শো করতে গেছেন ভাইরাল কিং জায়েদ খান। তার সাথে আছে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। এই প্রথম বার নুসরাত ফারিয়া ও জায়েদ খানকে এক সঙ্গে দেখা গেলো। নুসরাত ফারিয়া নিজের ফেসবুকে অস্ট্রেলিয়া সিডনি অপেরা হাউজের তীরে এক ছাতার নিচে একটি ছবি পোস্ট করেন। ছবিতে দেখা যায় দুজনেই ম্যাচিং করে কালো রঙের পোশাক পরেছেন। ছাতা হাত দিযে ধরে রেখেছে ফারিয়া। সেই ছাতার নিচে জায়েদ।ছবির ক্যাপশনে নুসরাত ফারিয়া লিখেছেন, ‘ভাই আমরা সিডনি আছি। দেখা হচ্ছে ৫ মে।’এদিকে জায়েদের সঙ্গে ফারিয়ার ছবি দেখে একদিকে যেমন খুশি ভক্তরা, অন্যদিকে হাসি-ঠাট্টায় মেতেছেন নেটিজেনরা। কেউ লিখেছেন, ‘নতুন জুটি হলে ভালোই লাগবে।’ কেউ বা লিখেছেন, ‘শেষমেশ জায়েদ খানের সাথে আপনি? এটাই যেন শেষ শো হয় এবং জায়েদের সঙ্গে যেন কোনো মুভি না হয়। Share this:FacebookX Related posts: ‘আপনার নাম্বারটা দিন, কথা আছে…’ কাল নবীগঞ্জের দিনারপুর মাতাবেন লায়লা হত্যা নয়, আত্মহত্যাই করেছিলেন সালমান শাহ : পিবিআই পূরণ হয়নি এন্ডু কিশোরের শেষ ইচ্ছা: করতে চেয়ে ছিলেন ‘প্রার্থনা কুঞ্জ’ সবকিছুরই আমাদের জীবনে গুরুত্ব আছে: জয়া আহসান নওগাঁয় কারাম উৎসব অনুষ্ঠিত সারা-শ্রদ্ধাকে তলব করতে পারে এনসিবি এশিয়ান টিভিতে প্রতিদিন দেখুন আয়েশা-মরিয়ম অভিনয়েও প্রশংসিত উপস্থাপিকা এলিনা কঙ্গনাকে অক্ষয়ের গোপন ফোন ঈদে রিজভী-হৃদয়ের নতুন গান লালপুরে বাবা-মেয়ে একসঙ্গে দিচ্ছেন এসএসসি পরীক্ষা SHARES Matched Content বিনোদন বিষয়: একসঙ্গেজায়েদ খান-নুসরাত ফারিয়াধরা দিলেন