উর্মিলা পর্নো স্টার: কঙ্গনা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২০ বিনোদন ডেস্ক :বলিউড অভিনেত্রী কঙ্গনা রাণৌত। নানা বিষয়ে বক্তব্য দিয়ে প্রায়ই আলোচনায় আসেন এই অভিনেত্রী। এবার অভিনেত্রী উর্মিলা মাতন্ডকরকে ‘সফট পর্নো স্টার’ বললেন তিনি। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই বলিউডের স্বজনপ্রীতি, পক্ষপাতিত্ব নিয়ে সোচ্চার কঙ্গনা। এরপর তারকাদের মাদক ব্যবহার নিয়েও কথা বলেন তিনি। সম্প্রতি শিবসেনার সঙ্গে দ্বন্দ্বে জড়ান এই অভিনেত্রী। এদিকে উর্মিলা মাতন্ডকর এক সাক্ষাৎকারে কঙ্গনাকে আক্রমণ করেছেন। ‘তানু ওয়েডস মানু’ সিনেমাখ্যাত এই অভিনেত্রী ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) খুশি করতে ও নির্বাচনের টিকিট পেতে এমন করছেন বলে দাবি করেছেন তিনি। এছাড়া কিছুদিন আগে মুম্বাই শহরকে পাকিস্তান শাসিত কাশ্মিরের সঙ্গে তুলনা করেন কঙ্গনা। এর পরিপ্রেক্ষিতে উর্মিলা বলেন, ‘মুম্বাইয়ের মেয়ে হয়ে নিজের শহর সম্পর্কে এরকম অপমানজনক কথা সহ্য করব না। যখন একজন মানুষ কথা বলে, তখন তিনি সবসময় সত্য বলছেন তা কিন্তু নয়।’ তবে উর্মিলার বক্তব্যের পাল্টা জবাব দিয়েছেন ‘বলিউড কুইন’। টাইমস নাও-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে কঙ্গনা বলেন, ‘পুরো সাক্ষাৎকারে তিনি আমাকে খোঁচা দিয়ে কথা বলেছেন। আমার সব সংগ্রামকে বিদ্রূপ করেছেন। তিনি দাবি করেছেন, বিজেপিকে খুশি করতে ও নির্বাচনের টিকিট পেতে এমন করছি। নির্বাচনের টিকিট পাওয়া আমার জন্য কঠিন কিছু নয়— এটি বুঝতে কাউকে বিশেষ জ্ঞানী হতে হবে না। আমাকে জীবন বাজি রাখতে অথবা সম্পদ নষ্টও করতে হবে না।’ উর্মিলা মাতন্ডকরকে সফট পর্নো স্টার সম্বোধন করে কঙ্গনা বলেন, ‘তিনি নিশ্চয় তার অভিনয়ের জন্য পরিচিত নন। বরং, সফট পর্নো করার জন্য পরিচিত। তিনি যদি নির্বাচনের টিকিট পান তাহলে আমি কেন পাব না?’ Share this:FacebookX Related posts: নিজের অফিস বাঁচাতে হিন্দু-মুসলিম দ্বন্দ্ব উস্কে দিলেন কঙ্গনা ‘নাট্যজন জহুরুল ইসলাম স্বপন’ সম্মাননা স্মারক পেলেন গাইবান্ধার তিন গুণীজন মাত্র ৫০ দিনে ১ কোটি ফলোয়ার শিল্পার এন্ড্রু কিশোরের শেষকৃত্য ১৫ জুলাই, মরদেহ রামেকের হিমঘরে আইপিএলে খেলতে চায় তৈমুর, জানালেন কারিনা এবার আকাশে হৃত্বিকের অ্যাকশন জাতিসংঘের শুভেচ্ছাদূত হলেন তাহসান খান স্ত্রী সানা খানকে নিয়ে এবার যা বললেন স্বামী এবার ভার্চুয়ালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী এবার খোলামেলা পোশাকে নুসরাত জনপ্রিয় ১৪৫ গানের স্বত্ব বিক্রি করে দিলেন শাকিরা ২৮টি জেলায় সিনেপ্লেক্স নির্মিত হবে: তথ্যমন্ত্রী SHARES Matched Content বিনোদন বিষয়: উর্মিলাকঙ্গনাপর্নোস্টার: