এবার আকাশে হৃত্বিকের অ্যাকশন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২০ বিনোদন ডেস্ক : তারা সর্বপ্রথম এক হয়েছিলেন ‘ব্যাং ব্যাং’ সিনেমায়। তারপর উপহার দিয়েছেন ‘ওয়ার’র মতো সুপারহিট সিনেমা। আবারও জুটি হয়ে আসছেন চমক নিয়ে। অ্যাকশন সিনেমার জন্য বিখ্যাত পরিচালক সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় আবারও অ্যাকশনে দেখা যাবে বলিউডের গ্রিক গড’খ্যাত হৃত্বিক রোশনকে। জানা গেছে, এই নতুন ছবিতে অভিনেতা হৃত্বিককে দেখা যাবে একেবারে নতুন রূপে। এই অ্যাকশন থ্রিলারের অনেকটা অংশই শুট হবে আকাশে। কারণ ফাইটার জেটের গল্পই ছবির মূল প্রেক্ষাপট। ছবির নামও ভাবা হয়েছে ‘ফাইটার’। আনন্দবাজার বলছে, ‘ওয়ার’ সিনেমার সেটেই এ ছবিটি নিয়ে হৃত্বিকের সঙ্গে আলোচনা করেন সিদ্ধার্থ। লকডাউনে ছবির চিত্রনাট্যও অনেকটা এগিয়েছেন পরিচালক। আপাতত তিনি ব্যস্ত শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনকে নিয়ে ‘পাঠান’র শুটিংয়ে। এ ছবির শুট শেষ হলেই শুরু করবেন ‘ফাইটার’র কাজ। ‘কৃষ ফোর’ শুরুর আগেই ‘ফাইটার’ শেষ করতে চান হৃত্বিক, এমনটাই জানা গেছে। প্রসঙ্গত, লকডাউন পর্বের পরে এই প্রথম শুটিং শুরু করছেন অভিনেতা। তা এই ছবির জন্য নয়। ফারহা খানের পরিচালনায় ফিল্মসিটিতে একটি বিজ্ঞাপনের শুট করবেন হৃত্বিক। যথাসম্ভব কমসংখ্যক ক্রু নিয়ে শুট করা হবে। শুটিংয়ের আগে গোটা ইউনিটের কোভিড টেস্টও করা হবে। নিরাপত্তার জন্য একদিনের মধ্যে বিজ্ঞাপনের শুট শেষ করার পরিকল্পনা অভিনেতার। Share this:FacebookX Related posts: সুশান্তের মৃত্যু এবার সন্দেহের তীর মোদির বায়োপিক নির্মাতার দিকে স্ত্রী সানা খানকে নিয়ে এবার যা বললেন স্বামী এবার খোলামেলা পোশাকে নুসরাত ‘নাট্যজন জহুরুল ইসলাম স্বপন’ সম্মাননা স্মারক পেলেন গাইবান্ধার তিন গুণীজন এবার কোরবানির পশু আসবে ট্রেনে এন্ড্রু কিশোরের শেষকৃত্য ১৫ জুলাই, মরদেহ রামেকের হিমঘরে পূজায় তিশার রঙ ফ্রান্সে এবার চার্চের বাইরে ধর্মযাজকের বুকে গুলি এবার ভোগাচ্ছে চাল-তেল জাতিসংঘের শুভেচ্ছাদূত হলেন তাহসান খান এবার ভার্চুয়ালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী সঙ্গীতশিল্পী মিলাকে খুঁজছে পুলিশ SHARES Matched Content বিনোদন বিষয়: অ্যাকশনআকাশেএবারহৃত্বিকের