এবার আকাশে হৃত্বিকের অ্যাকশন

প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২০

বিনোদন ডেস্ক : তারা সর্বপ্রথম এক হয়েছিলেন ‘ব্যাং ব্যাং’ সিনেমায়। তারপর উপহার দিয়েছেন ‘ওয়ার’র মতো সুপারহিট সিনেমা। আবারও জুটি হয়ে আসছেন চমক নিয়ে। অ্যাকশন সিনেমার জন্য বিখ্যাত পরিচালক সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় আবারও অ্যাকশনে দেখা যাবে বলিউডের গ্রিক গড’খ্যাত হৃত্বিক রোশনকে।

জানা গেছে, এই নতুন ছবিতে অভিনেতা হৃত্বিককে দেখা যাবে একেবারে নতুন রূপে। এই অ্যাকশন থ্রিলারের অনেকটা অংশই শুট হবে আকাশে। কারণ ফাইটার জেটের গল্পই ছবির মূল প্রেক্ষাপট। ছবির নামও ভাবা হয়েছে ‘ফাইটার’।

আনন্দবাজার বলছে, ‘ওয়ার’ সিনেমার সেটেই এ ছবিটি নিয়ে হৃত্বিকের সঙ্গে আলোচনা করেন সিদ্ধার্থ। লকডাউনে ছবির চিত্রনাট্যও অনেকটা এগিয়েছেন পরিচালক। আপাতত তিনি ব্যস্ত শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনকে নিয়ে ‘পাঠান’র শুটিংয়ে।

এ ছবির শুট শেষ হলেই শুরু করবেন ‘ফাইটার’র কাজ। ‘কৃষ ফোর’ শুরুর আগেই ‘ফাইটার’ শেষ করতে চান হৃত্বিক, এমনটাই জানা গেছে।

প্রসঙ্গত, লকডাউন পর্বের পরে এই প্রথম শুটিং শুরু করছেন অভিনেতা। তা এই ছবির জন্য নয়। ফারহা খানের পরিচালনায় ফিল্মসিটিতে একটি বিজ্ঞাপনের শুট করবেন হৃত্বিক। যথাসম্ভব কমসংখ্যক ক্রু নিয়ে শুট করা হবে। শুটিংয়ের আগে গোটা ইউনিটের কোভিড টেস্টও করা হবে। নিরাপত্তার জন্য একদিনের মধ্যে বিজ্ঞাপনের শুট শেষ করার পরিকল্পনা অভিনেতার।