আরব আমিরাতের গোল্ডেন ভিসা পাচ্ছেন শাকিব খান! দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:৪২ অপরাহ্ণ, মে ৫, ২০২৪ অনলাইন ডেস্ক : ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান আরব আমিরাত সরকারের কাছ থেকে সম্মাননা পাচ্ছেন। ক্রিয়েটিভ কালচার ক্যাটাগরিতে আরব আমিরাতের সংস্কৃতি মন্ত্রণালয় থেকে প্রথম বাংলাদেশি তারকা হিসেবে শাকিবকে গোল্ডেন ভিসার রিকমেন্ডেশন পেয়েছেন। গত বৃহস্পতিবার (১৮ এপ্রিল) এ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তবে এত বড় অর্জন বরাবরের মতো নিজের কাছেই রেখেছিলেন শাকিব। শনিবার (০৪ মে) বিষয়টি জানান নির্মাতা-প্রযোজক অনন্য মামুন। অনন্য মামুনের কথায়, এত দিন শাকিব ভাই ট্যুরিস্ট ভিসায় আমিরাতে যেতেন। তবে আগামীতে তিনি গোল্ডেন ভিসায় যাবেন। রিকমেন্ডেশন চলে এসেছে। এখন শুধু রিসিভ করা বাকি। এটা সত্যিই একটা বড় ব্যাপার। ব্যবসা ও এ ক্যাটাগরি চাকরি ছাড়া কেবল সংস্কৃতি অঙ্গনের মেধাবী তারকাদের বিনামূল্যে গোল্ডেন ভিসা দেওয়া হয়। দীর্ঘ মেয়াদী এই ভিসার মাধ্যমে আমিরাতে গিয়ে থাকা, ভ্রমণ, কাজ এমনকি পড়াশোনাও করা যায়। শাকিবকে নিয়ে ‘দরদ’ নামে নতুন একটি সিনেমা বানিয়েছেন অনন্য মামুন। গেল ২৮ মার্চ নায়কের জন্মদিনে দুবাইতে সিনেমাটির ব্যতিক্রম প্রচারণা চালিয়েছিলেন তিনি। আগামীতে আরও চমক অপেক্ষা করছে বলেও জানালেন মামুন।‘দরদ’ বাংলার পাশাপাশি হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় ও মালায়লাম ভাষায় মুক্তি পাবে বলেও জানিয়েছেন নির্মাতা মামুন। এতে শাকিবের নায়িকা বলিউডের সোনাল চৌহান। এছাড়াও থাকছেন কলকাতার পায়েল সরকার, রাজেশ শর্মা, রাহুল দেবসহ অনেকে। Share this:FacebookX Related posts: ‘পাবলিক হল’ ভবনের পুরাতন উপকরণ বিক্রিতে তিনবার নিলাম, মিলছে না সাড়া বাংলায় ফিরে আসছেন নবাব সিরাজউদ্দৌলা মাত্র ১২ দিনেই ভাঙল পামেলার সংসার নিজের অফিস বাঁচাতে হিন্দু-মুসলিম দ্বন্দ্ব উস্কে দিলেন কঙ্গনা যে কারণে মুনমুনের দ্বিতীয় সংসারও ভাঙলো আসছে সাইকো লাভার অস্কার মনোনয়নের দৌঁড়ে প্রিয়াঙ্কা মাদকাসক্ত কঙ্গনাকে কেন সমন পাঠানো হচ্ছে না, প্রশ্ন নাগমার মা হচ্ছেন এমা স্টোন যে কারণে ‘যৌন কর্মী’ তকমা দেয়া হয়েছিল অনুরাগ কন্যাকে আবারও পুত্রসন্তানের মা হলেন কারিনা শ্রাবন্তীর সঙ্গে রোশানের ৬ মাস ধরে যোগাযোগ নেই SHARES Matched Content বিনোদন বিষয়: আরব আমিরাতেরগোল্ডেন ভিসা পাচ্ছেনশাকিব খান!