শ্রোতারাই আমার গানের প্রাণ: ড. মাহফুজুর রহমান দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:৪৯ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২৩ অনলাইন ডেস্ক : বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। প্রতিবারের মতো এবারের ঈদ মাতাতে তিনি আসছেন ভিন্ন স্বাদের গান নিয়ে। এই ঈদে দর্শকদের জন্য একক সংগীতানুষ্ঠান ‘হদয় তোমাকেই চায়’ নিয়ে হাজির হবেন ড. মাহফুজুর রহমান। বেশ কিছু রোমান্টিক গান রয়েছে এবারের অনুষ্ঠানে। বিশেষ চমক হিসেবে রয়েছে গজল সম্রাট মেহেদী হাসানের গাওয়া গজল। এবারের অনুষ্ঠান নিয়ে বেশ আশাবাদী ড. মাহফুজুর রহমান। একটি গণমাধ্যমকে তিনি বলেন, গানগুলো নিয়েও আমি প্রচণ্ড আশাবাদী। কেননা শ্রোতারাই আমার গানের প্রাণ। শ্রোতাদের অকুণ্ঠ ভালোবাসাই শিল্পী মাহফুজুর রহমানের এগিয়ে চলার পাথেয়। ড. মাহফুজুর রহমানের গান নিয়ে সামাজিকমাধ্যমে বেশ আলোচনা হয়। বিষয়টি নিয়ে তিনি বলেন, আলোচনা-সমালোচনা দুটো হলেও এর মধ্যে প্রশংসাটাই বেশি। কমেন্টেই বোঝা যায় ভক্তরা আমার গান কতটা পছন্দ করেন। একসময় একটি মহল অপচেষ্টায় নেমেছিল। কিন্তু আমার ভক্তদের কাছে তারা টিকতে পারেনি। যোগ করে তিনি বলেন, আমার দুঃখ যারা আমার সমালোচনা করেছেন তারা কেউই গঠনমূলক সমালোচনা করেননি। আমার গায়কী, সুর, তাল, লয় নিয়ে সমালোচনা করলে আমি তা সাদরে গ্রহণ করব। গান ড. মাহফুজুর রহমানের কাছে একটা সখ। গানের প্রতি তার প্রচণ্ড ভালোবাসা কাজ করে মন থেকেই। এখন গানই তার স্বাচ্ছন্দ্যের প্রধান জায়গা, গান নিয়েই আগামীতে থাকতে চান। দর্শকরাও ভালোবেসে তার গান শুনছেন বলে তাদের প্রতি কৃতজ্ঞ তিনি। Share this:FacebookX Related posts: আবার শাকিবের গায়ে কাঁদা ছিটালেন অপু বিশ্বাস মাধুরীর প্রথম নায়ক ছিলেন তাপস পাল, শোক জানালেন নায়িকা হত্যা নয়, আত্মহত্যাই করেছিলেন সালমান শাহ : পিবিআই যে পাঁচ কারণে আত্মহত্যা করেন সালমান শাহ এন্ড্রু কিশোর অবস্থা আশংকাজনক এন্ড্রু কিশোর আর নেই এবার ভার্চুয়ালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী ২৮টি জেলায় সিনেপ্লেক্স নির্মিত হবে: তথ্যমন্ত্রী হুমায়ূন ফরিদীর মৃত্যুবার্ষিকী আজ নিজেই মদ পান করে অপকর্মের চেষ্টা করেছেন পরীমণি পরীমনির বাসায় র্যাবের অভিযান এরপরও কি তাদের সঙ্গে সম্পর্ক রাখা যায়: শাকিব SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: