মানুষ দেখতে চায় আমি রাতে কি করি : পরীমনি

প্রকাশিত: ১২:২৮ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২৩

অনলাইন ডেস্ক : একটি ভালো সিনেমা নির্মানে কত কষ্ট করতে হয়। ভালো গল্প, অভিনয়, সুটিং সব মিলিয়ে ভালো একটা সিনেমার জন্য অবিরাম পরিশ্রম করতে হয়। কিন্তু যখন দর্শকদের বলি এটা ভালো নিনেমা তখন তারা তা দেখে না, তারা দেখতে চায় পরীমনি রাতে কি করেছে, কি পড়েছে এসব। কথাগুলো ক্ষোভের সঙ্গে বলেছেন বাংলাদেশের জনপ্রিয় তারকা অভিনেত্রী পরীমণি।

এই অভিনেত্রী আরও বলেছেন, জানেন মানুষকে কোনো কিছু আটতে রাখা যায় না। ভালো সিনেমা ও কাজের প্রতি তাদের আগ্রহ নেই। তারা আমার ঘরে কি হল, রাজের সঙ্গে কি ঘটল, আমি হাফ প্যান্ট পড়লাম, নাকি লুঙ্গি পড়লাম এসবে আগ্রহ বেশি।

জানা যায়, সর্বভারতীয় জনপ্রিয় সংবাদ মাধ্যম আনন্দবাজার অনলাইনের সঙ্গে সম্প্রতি একান্ত সাক্ষাৎকারে এ সব কথা বলেন জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। এ বছর আনন্দবাজার অনলাইনের বছরের সেরা অভিনেত্রীর পুরস্কার পান তিনি। সেই পুরস্কার নিতে কলকাতা যান পরীমণি। আর তখন আনন্দবাজার তার সাক্ষাৎকারটি নেয়।

অনুষ্ঠানের সঞ্চালকের প্রশ্নের জবাবে পরীমণি সাফ জানিয়ে দেন, ‘একটা ব্রেকআপের পর আরেকটা প্রেম করব। এই বয়সে প্রেম করব না তো কি করব। আমার মনে হয় সবাই সেটা করে। তবে কেউ প্রকাশ করে, আর কেউ প্রকাশ করে না। একটা ব্রেকআপ হলে সবাই জানে। তখন মন খারাপ হয়।’

কয়েকবছর আগে জন্মদিনের পার্টিতে লুঙ্গি পরা প্রসঙ্গে পরীমণি বলেন, ‘ওই আমি সারাদিন ফুলস্লিভ ব্লাউজ-শাড়ি পরলাম, এতিমখানায় গেলাম। তাদের সঙ্গে সময় কাটালাম। অনক্যামেরা করলাম। সামাজিক যোগাযোগমাধ্যমে দিলাম এটা কেউ দেখল না। এটাতে তাদের আগ্রহ নেই। অথচ সন্ধ্যার পর আমি কী করলাম, রাতে আমি করলাম, লুঙ্গি পড়লাম নাকি হাফ প্যান্ট পড়লাম সেটাতে মানুষের আগ্রহ। এটা আমি কিভাবে ঠেকাব।’ সে প্রসঙ্গে পরীমণি আরও বলেন, ‘আমার ওই পার্টিটা ছিল একেবারে পারসোনাল। আমার কাছের মানুষদের নিয়ে পার্টিটা করেছিলাম। পার্টিটা শেষ করলাম, শুটিং শেষ করে বাসায় আসলাম। বাসায় দেখলাম তোমরা লুঙ্গির মধ্যে আটকে আছ কেন ? আমি তো এত কাজ করে আসলাম, তোমরা সেই এক জায়গাতেই। আর কোনো কাজে নেই।’

তিনি ক্ষোভের সঙ্গে বলেন, ‘যখন আমি বলি আমার একটা সিনেমা রিলিজ হচ্ছে, এই সিনেমাটা সুন্দর, আপনারা দেখবেন, উপভোগ করবেন, আপনাদের ভালো লাগবে, আপনাদের জন্যই সিনেমাটা। সেটা দেখতে চায় না। তারা কি দেখতে চায়-পরীমণির ঘরে কি হয়েছে, রাজের সঙ্গে কী হয়েছে।’