স্ত্রী সানা খানকে নিয়ে এবার যা বললেন স্বামী

প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২১

বিনোদন ডেস্কঃ বলিউড অভিনেত্রী সানা খান। যিনি এখন আছেন আলোচনার শীর্ষে। কারণ কিছুদিন আগেই তিনি অভিনয় ও শোবিজ জগৎকে চিরবিদায় জানিয়ে ধর্মে মনোযোগী হওয়ার ঘোষণা দিয়েছেন। যাতে রীতিমতো সবাই চমকে গেছেন। এরপর ভক্তদের ফের চমকে দেন ভারতের সুরাটের বাসিন্দা মুফতি আনাস সাঈদকে বিয়ে করে।

অভিনেত্রী সানা খান ও তার স্বামী মাওলানা মুফতি সাঈদির কাছে গেলো বছরটি ছিরো রঙ্গিন। কারণ ২০২০ সালেই বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যম প্রায়ই ভাইরাল তারা, সেই সুবাদে তাদের ফলোয়ারও বাড়ছে দিনদিন।

ইংরেজি নববর্ষ উপলক্ষে মুফতি আনাস সানার সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন, সে সুন্দরী স্ত্রী নয় যে তোমার প্রাণ জুড়ায় বরং প্রকৃত সুন্দরী স্ত্রী সে-ই যে তোমাকে জান্নাতের কাছে পৌঁছে দেয়। সানাকে আমার স্ত্রী বানিয়ে আল্লাহ দয়া করেছেন।