বিবাহবিচ্ছেদ উদযাপন অভিনেত্রীর! দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:০৫ অপরাহ্ণ, মে ৩, ২০২৩ অনলাইন ডেস্ক : বিবাহবার্ষিকী উদযাপন করা হলেও সাধারণত বিবাহবিচ্ছেদ কেউ উদযাপন করেন না। তবে সম্প্রতি এমনই ফটোশুট করে ইন্টারনেটে রীতি মতো সাড়া ফেলেছেন শালিনী নামের এক দক্ষিণী অভিনেত্রী। বিয়ের ছবি ছিঁড়ে তিনি উদযাপন করেছেন বিবাহবিচ্ছেদ। তার কাছে এটি মুক্তির নামান্তর। তার মতে, বিয়ের আগের ছবি যদি পোস্ট করা যায়, তাহলে পরের ছবি নয় কেন? ফটোশুটের মাধ্যমে বিশেষ বার্তাও দিয়েছেন অভিনেত্রী। তার কথায়, একটি তিক্ত বিবাহের বন্ধন থেকে বেরিয়ে আসাই ভালো। কারণ ভালো থাকার অধিকার তো সবার আছে। ডিভোর্স কোনো ব্যর্থতা নয়। একটা সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসতে সাহস লাগে। আমার এই পোস্ট সেই সব সাহসী নারীদের উৎসর্গ করলাম। ২০২০ সালের জুলাইয়ে রিয়াজ নামে একজনকে বিয়ে করেন অভিনেত্রী শালিনী। তাদের একটি কন্যা সন্তানও আছে, যার নাম রিয়া। সুখেই চলছিল তাদের সংসার। কিন্তু স্বামী মাঝে মধ্যেই মানসিক ও শারীরিক ভাবে অত্যাচার করতো। সেই তিক্ততাকে আর এগিয়ে নিয়ে যাননি এই অভিনেত্রী। এরপরই ডিভোর্স। যা প্রকাশ পেলে ফটোশুটে। সূত্র, নিউজ১৮। Share this:FacebookX Related posts: হালুয়াঘাটে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন SHARES Matched Content বিনোদন বিষয়: অভিনেত্রীর!উদযাপনবিবাহবিচ্ছেদ