সুশান্তের মৃত্যু এবার সন্দেহের তীর মোদির বায়োপিক নির্মাতার দিকে দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২০ স্পোর্টস ডেস্ক : বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর ঘটনা তদন্তে গাফিলতির অভিযোগ উঠেছে মহারাষ্ট্র পুলিশের বিরুদ্ধে। হিন্দু জাতীয়তাবাদী রাজনীতিক দল শিবসেনা ঘনিষ্ঠদের আড়াল করারও অভিযোগ উঠেছে। তবে গোটা ঘটনায় এবার সুশান্তের বন্ধু চিত্রনির্মাতা সন্দীপ সিংহের বিরুদ্ধে তদন্তের দাবি তুলেছে তারা। জানা গেছে, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে পিএম নরেন্দ্র মোদি সিনেমায় অর্থ বিনিয়োগ করেছিলেন সন্দীপ। বিজেপির সঙ্গে তার ভালো সম্পর্ক রয়েছে বলে মনে করেন বলিউডেরও একটা বড় অংশ। আবার সুশান্তকে মাদক সরবরাহেও তার হাত ছিল বলে অভিযোগ রয়েছে। এ অবস্থায় ভারতের গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের মাধ্যমে বিজেপির সঙ্গে সন্দীপের যোগসাজশ খতিয়ে দেখা উচিত বলে মনে করেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জীবন নিয়ে ছবি বানিয়েছেন সন্দীপ সিংহ। বিজেপির সঙ্গে তার কী সম্পর্ক, তা খতিয়ে দেখুক সিবিআই। একইসঙ্গে বলিউডের মাদকযোগ নিয়েও তদন্ত হোক। এ ব্যাপারে অনেক অভিযোগ পেয়েছি আমরা। সিবিআইকে বিষয়টি খতিয়ে দেখতে অনুরোধ করব। মহারাষ্ট্রের শিবসেনা ও এনসিপির সঙ্গে জোট বেঁধে সরকার রয়েছে কংগ্রেসের। এ বিষয়ে মহারাষ্ট্র কংগ্রেসের মুখপাত্র সচিন সবন্ত বলেন, ‘এ ঘটনায় বিজেপিযোগ তো রয়েছেই। মাদকযোগ নিয়ে ‘পিএম নরেন্দ্র মোদি’ সিনেমার প্রযোজকের বিরুদ্ধে তদন্ত করুক সিবিআই। এটা অত্যন্ত গুরুতর অভিযোগ। তার জন্যই কি সিবিআইকে আনার জন্য এত চাপ আসছিল? বলিউডে নামী প্রযোজকের তো অভাব নেই। তা সত্ত্বেও সন্দীপ সিংহের মতো একজনকে মোদির বায়োপিক তৈরি জন্য বেছে নেয়া হলো কেন?’ বলিউড, মাদক এবং বিজেপির মধ্যে কী সংযোগ রয়েছে, তা খতিয়ে দেখতে মহারাষ্ট্র সরকারকে আর্জি জানিয়ে তিনি বলেন, ‘বিজেপির সঙ্গে বলিউডের দহরম-মহরমের কথা কারও অজানা নয়। প্রভাবশালী কাউকে আড়াল করতেই কি সিবিআইকে আনতে এত তৎপরতা শুরু হয়েছিল? সরকারের উচিত বিষয়টি খতিয়ে দেখা।’ তবে সুশান্তের মৃত্যুর সঙ্গে দলের কোনো সংযোগ থাকার কথা উড়িয়ে দিয়েছেন মহারাষ্ট্র বিজেপির মুখপাত্র কেশব উপাধ্যায়। যে সন্দীপ সিংহের বিরুদ্ধে তদন্তের দাবি তুলছে শিবসেনা ও কংগ্রেস, বাল ঠাকরেকে নিয়ে ছবি তৈরি করা পুত্রবধূ স্মিতা ঠাকরের সঙ্গেও তার যোগাযোগ ছিল বলে পাল্টা অভিযোগ করেন তিনি। গত ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রায় ভাড়াবাড়ি থেকে সুশান্তের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে তিনি আত্মহত্যা করেছেন বলেই জানা যায়। কিন্তু সুশান্তকে আত্মহত্যার দিকে ঠেলে দেয়া হয়েছিল বলে অভিযোগ করে অভিনেতার পরিবার। সুশান্তের অ্যাকাউন্ট থেকে মোটা টাকা সরিয়ে নেয়া এবং তাকে আত্মহত্যায় প্ররোচনা দেয়ার অভিযোগে অভিনেত্রী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে মামলা দায়ের করেন সুশান্তের বাবা। ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশে সম্প্রতি সেই মামলা সিবিআইয়ের হাতে ওঠে। তাতে রিয়ার হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে মাদকের বিষয়টি সামনে এসেছে। তা নিয়ে তদন্ত শুরু করেছে নার্কোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। এদিকে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুকে ঘিরে প্রতিদিন নতুন রহস্য উঠে আসছে। আত্মহত্যার পর থেকেই সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তীর ওপর সন্দেহ সবার। সুশান্তের বাবা তো সরাসরিই রিয়াকে তার ছেলের খুনি বলে দাবি করেছেন। অনেক জল গড়িয়ে পুলিশের হাত থেকে সুশান্তের মৃত্যুরহস্য উদঘাটনের তদন্তভার এখন সিবিআইয়ের হাতে। শুক্রবার (২৮ আগস্ট) দীর্ঘসময় গোয়েন্দা সংস্থাটি রিয়াকে নানা ধরনের প্রশ্ন করেছেন বলে জানা যায়। তবে সেখানে সন্তোষজনক কোনো জবাব দিতে পারেননি এই অভিনেত্রী। Share this:FacebookX Related posts: এবার আকাশে হৃত্বিকের অ্যাকশন স্ত্রী সানা খানকে নিয়ে এবার যা বললেন স্বামী আশার মৃত্যু নিয়ে বাড়ছে রহস্য এবার খোলামেলা পোশাকে নুসরাত বুড়িগঙ্গায় বাল্কহেড ডুবে ৪ শ্রমিকের মৃত্যু ‘নাট্যজন জহুরুল ইসলাম স্বপন’ সম্মাননা স্মারক পেলেন গাইবান্ধার তিন গুণীজন বরিশাল সড়কে মুক্তিযুদ্ধার মৃত্যু বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নানের মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক তীব্র বাতাসে বাংলাদেশের দিকে নিম্নচাপ, মোংলা থেকে ৫৬০ কিমি দূরে মৃত্যু আরও ২৮, শনাক্ত ১৮৪৭ ভোটকেন্দ্রের বাইরে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের মৃত্যু সঙ্গীতশিল্পী মিলাকে খুঁজছে পুলিশ SHARES Matched Content বিনোদন বিষয়: এবারতীরদিকেনির্মাতারবায়োপিকমৃত্যুমোদিরসন্দেহেরসুশান্তের