গরু বোঝাই নসিমন খাদে পড়ে ২টি গরুর মৃত্যু

প্রকাশিত: ৯:৫৫ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২০

বিভাষ দাস, চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারী ও কচুয়া সীমান্তে উমাজুড়িতে শনিবার দুপুর ১২টায় তিনটি গরু বোঝাই নসিমন খাদে পড়ে পানিতে ডুবে ২টি গরু মারা গিয়েছে। নসিমন (স্থানীয়ভাবে নির্মিত) ও গরুর মালিক গজালিয়া গ্রামের সরদার মোল্লার ছেলে সামছুল হক মোল্লা (৩৫)।

সামছুল হকের সাথে আলাপ কালে কান্না জড়িত কণ্ঠে জানায়, সে গরুর ব্যবসা করে। আজ গরু বিক্রির জন্য নাজিরপুরের দীঘিরজান বাজারে নিয়ে যাবার সময় এ দুর্ঘটনা ঘটেছে। রাস্তা ভীষন ভাঙার জন্য নসিমনের গতি সামলাতে না পারায় পাশের পুকুরে পড়ে যায়। সেখানে পানিতে ডুবে আমার ২টি গরু মারা গিয়েছে। আমি সামান্য এই গরুর ব্যবসা করে সংসার চালাই। আমার সব শেষ হয়ে গেলো। আমি কি করে করে সংসার চালাবো?

সরেজমিনে দেখা যায়, গজালিয়া ও উমাজুড়ি গ্রামের সীমানায় অবস্থিত ব্রীজের পাশেই চিতলমারীর দিকে রাস্তা ভীষনভাবে বসে গভীর খাদের সৃষ্টি হয়েছে। রাস্তার এক দিকে পুকুর, এক দিকে ডোবা। পিছনে খাল। ভাঙা স্থানে গরু বোঝাই নসিমন উল্টে পুকুরে পড়ে যায়। পুকুরের পানিতে ডুবে ২টি গরু মারা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। মালিকের ভাষ্যমতে মৃত ২টি গরুর মূল্য আনুমানিক ১ লক্ষ টাকা।