দুই কচ্ছপ বিক্রেতাকে জরিমানা

প্রকাশিত: ১১:২১ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২১

নিজস্ব প্রতিবেদক : বাগেরহাটের চিতলমারীতে দুই কচ্ছপ বিক্রেতাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার বিকেল ৪টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মারুফুল আলম চিতলমারী মাছ বাজারে অভিযান চালান।

তারা হলেন, বকুল হীরা (৫০) ও সুভাষ হালদার (৬০)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মারুফুল আলম বলেন, অভিযানে ৩৯টি জীবিত কচ্ছপ ও কচ্ছপ কাটার যন্ত্রপাতিসহ দু’জনকে আটক করা হয়। বন্যপ্রাণী সংরক্ষণ আইন-২০১২ এর ধারা মতে দুই জনকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত কচ্ছপ মধুমতি নদীতে অবমুক্ত করা হয়।

তিনি আরও বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী বিলুপ্ত প্রায় প্রাণী হিসেবে কচ্ছপ ধরা ও বিক্রি করা দণ্ডনীয় অপরাধ। যারা এ ধরনের কাজের সঙ্গে সম্পৃক্ত হবে তাদের আইনের আওতায় আনা হবে।