হালুয়াঘাটে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালিত

প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২০

জোটন চন্দ্র ঘোষ, হালুয়াঘাট : জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে ১৫ আগষ্ট হালুয়াঘাট উপজেলায় নানা কর্মসূচীর মাধ্যমে দিবসটি পালন করেছে উপজেলা আওয়ামীলীগ ও উপজেলা প্রশাসন।

জানা যায়, উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, দলীয় কার্যালয়ে জাতীয় ও কালো পতাকা উত্তোলন, কালো ব্যজ ধারন, বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও কাঙ্গালীভোজের আয়োজন করা হয়। পাশাপাশি উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত্বরে স্বাধীনতার মহান স্থপতি জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুব রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস/২০২০ উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, ময়মনসিংহ ১ আসনের সংসদ সদস্য জুয়েল আরেং, উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম, আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বীরমুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ, পৌর মেয়র খায়রুল আলম ভুঞা, আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুর রশিদ,সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মোরশেদ আনোয়ার খোকন,সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন, অফিসার ইনচআর্জ মাহামুদুল হাসান প্রমুখ।

এছাড়াও ছাত্রলীগ,যুবলীগ, সেচ্ছাসেবকলীগ ও শ্রমিক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বঙ্গবন্ধুর জীবনাদর্শের নানা দিক সম্পর্কে আলোকপাত করেন।