সরিষাবাড়ীতে হত্যা মামলার আসামিদের শাস্তির দাবিতে মানববন্ধন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২০ সরিষাবাড়ীতে হত্যা মামলার আসামিদের শাস্তির দাবিতে মানববন্ধন অনলাইন ডেস্ক ; জামালপুরের সরিষাবাড়ীতে জামাই বাড়িতে (মেয়ের শ্বশুর বাড়ি) বেড়াতে গিয়ে প্রতিপক্ষের হাতে নিহত স্বপন মিয়ার (৫৩) হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গেন্দারপাড়া আমতলা এলাকার প্রধান সড়কে কয়েক গ্রামের সহস্রাধিক মানুষের অংশগ্রহণে প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে তারা সরিষাবাড়ী-তারাকান্দি-ভুয়াপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সাবেক ইউপি সদস্য রুবেল মিয়া, মামলার বাদি মরিয়ম বেওয়া, নিহতের মেয়ে সবুজা বেগম, ছেলে মামুন মিয়া, স্থানীয় শাহজাহান মাস্টার, লুৎফর রহমান প্রমূখ। বক্তারা জানান, পোগলদিঘা ইউনিয়নের গেন্দারপাড়া গ্রামের ময়েন মণ্ডলের ছেলে স্বপন মিয়া গত সোমবার (০৩ আগস্ট) ডোয়াইল ইউনিয়নের বালিয়া গ্রামে তার মেয়ের বাড়িতে যান। ওইদিন তার মেয়ের জামাই নুরুল ইসলামের সঙ্গে প্রতিবেশি শিপন মিয়া ও আমিনুল গংদের মধ্যে জমি নিয়ে সংঘর্ষ হয়। এ ঘটনার জের ধরে রাত ১১টার দিকে শিপন-আমিনুলের নেতৃত্বে ২০-২২ জন সংঘবদ্ধ লোক নুরুল ইসলামের শ্বশুর স্বপন মিয়াকে ঘুমন্ত অবস্থায় ঘর থেকে ডেকে তুলে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের স্ত্রী মরিয়ম বাদি হয়ে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করে পর দিন (মঙ্গলবার) সরিষাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরও হত্যাকারীরা গ্রেফতার হয়নি। সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু মো. ফজলুল করীম জানান, হত্যাকাণ্ডের ঘটনায় ওইদিনই আসামিরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে। তবে মামলার ৫ নম্বর আসামি আনিকা বেগমকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্যদেরও আটকে অভিযান অব্যাহত আছে। Share this:FacebookX Related posts: চার শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় গৌরীপুর এসএসসি ৯৫ ব্যাচের মানববন্ধন সরিষাবাড়ীতে অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ সরিষাবাড়ীতে ডোবার পানিতে পড়ে শিশুর মৃত্যু সাংস্কৃতিক ব্যক্তিত্বের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সরিষাবাড়ীতে অটোরিকশা চালককে শ্বাসরোধ করে হত্যা ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্রের ভাঙ্গন রোধে মানববন্ধন জামালপুরে শিক্ষানবিশ আইনজীবীদের মানববন্ধন জামালপুরে করোনা টেস্ট ফি বাতিলসহ বেকার ভাতার দাবিতে মানববন্ধন সরিষাবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত সরিষাবাড়ীতে আ.লীগে দু’গ্রুপে সংঘর্ষ, বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর: পুলিশসহ আহত অর্ধশত সরিষাবাড়ীতে স্বতন্ত্র মেয়র প্রার্থীর ওপর হামলা গৌরীপুরে স্বেচ্ছাসেবকলীগ নেতা শুভ্র হত্যা মামলার আসামী কার্জন গ্রেফতার SHARES Matched Content দেশের খবর বিষয়: আসামিদেরমানববন্ধনশাস্তির দাবিতেসরিষাবাড়ীতেহত্যা মামলার