সরিষাবাড়ীতে অটোরিকশা চালককে শ্বাসরোধ করে হত্যা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ, জুন ২০, ২০২০ অনলাইন ডেস্ক : জামালপুরের সরিষাবাড়ীতে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হাফিজুর রহমান (৩০) নামে এক অটোরিকশা চালককে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৯ জুন) রাতে উপজেলার ডোয়াইল ইউনিয়নের রামানন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে। শনিবার (২০ জুন) সকালে সরিষাবাড়ী থানার পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। নিহত হাফিজুর রহমান পার্শ্ববর্তী টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার বীরতারা ইউনিয়নের বাঁশলগি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তাকে হত্যার পর দুর্বৃত্তরা অটোরিকশাটি নিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে। নিহতের স্ত্রী সুরাইয়া বেগম জানান, দুই ছেলের জনক হাফিজুর রহমান শুক্রবার বিকেলে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। রাতে তিনি না ফিরলে পরিবারের সদস্যরা তাকে খোঁজতে থাকেন। পরদিন সকালে সরিষাবাড়ী উপজেলার রামানন্দপুর মাইটাবাড়ি মোড়ের কাছে তার মৃতদেহ পড়ে থাকার সংবাদ পাওয়া যায়। এ ব্যাপারে সরিষাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জোয়াহের আলম খান জানান, নিহতের গলায় গামছা পেঁচানো ও মাথা থেঁতলানো ছিলো। শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় তাকে শ্বাসরোধে হত্যার পর মৃত্যু নিশ্চিত করতে মাথা ও শরীরে আঘাত করা হয়েছে। তিনি আরো জানান, হত্যার পর নিহতের অটোরিকশাটি হত্যাকারীরা নিয়ে গেছে। অটোরিকশা ছিনতাইয়ের জন্যই এ হত্যাকাণ্ড সংঘটিত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শনিবার সকাল ১০টার দিকে পুলিশ নিহতের লাশ উদ্ধারের পর সুরতহাল করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছিলো। Share this:FacebookX Related posts: সরিষাবাড়ীতে অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ সরিষাবাড়ীতে ডোবার পানিতে পড়ে শিশুর মৃত্যু জামালপুরের সরিষাবাড়ীতে মাস্ক ব্যবহার না করায় ছয়জনকে অর্থদণ্ড সরিষাবাড়ীতে ১০ ঘণ্টার ব্যবধানে করোনায় দুইজনের মৃত্যু জামালপুরের সরিষাবাড়ীতে ইয়াবাসহ দম্পতি আটক সরিষাবাড়ীতে হত্যা মামলার আসামিদের শাস্তির দাবিতে মানববন্ধন সরিষাবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত সরিষাবাড়ীতে ১১৫টি পরিবারকে অনুদানের চেক ও ঢেউটিন দিলেন তথ্য প্রতিমন্ত্রী সরিষাবাড়ীতে ধানক্ষেত থেকে নবজাতকের লাশ উদ্ধার সরিষাবাড়ীতে আ.লীগে দু’গ্রুপে সংঘর্ষ, বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর: পুলিশসহ আহত অর্ধশত সরিষাবাড়ীতে খাদে পড়ে সিএনজি চালকের মৃত্যু সরিষাবাড়ীতে স্বতন্ত্র মেয়র প্রার্থীর ওপর হামলা SHARES Matched Content দেশের খবর বিষয়: অটোরিকশা চালককেশ্বাসরোধ করে হত্যাসরিষাবাড়ীতে