সরিষাবাড়ীতে অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, মে ১১, ২০২০

অনলাইন ডেস্ক : জামালপুরের সরিষাবাড়ীতে ৩ শতাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার সকালে পোগলদিঘা মহাবিদ্যালয় মাঠে পার্শ্ববর্তী ১৫টি গ্রামের অসহায় পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়। খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও পোগলদিঘা মহাবিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ আবুল হোসেন।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল, ৪ কেজি করে চাল, এক কেজি ডাল, এক লিটার সয়াবিন তেল ও এক প্যাকেট সেমাই।

আবুল হোসেন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ও তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের দিক নির্দেশনায় ব্যক্তিগত ভাবে অসহায়দের মধ্যে খাদ্য সহায়তা দিয়ে আসছি। ইতোপূর্বে দুঃস্থদের মধ্যে নগদ টাকা বিতরণ করা হয়েছে। এ সহায়তা অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোস্তাফিজুর রহমান শাহজাদা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল গণি, সরিষাবাড়ী অনার্স কলেজের অধ্যক্ষ ছরোয়ার জাহান, পোগলদিঘা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোহসেনা খাতুন প্রমূখ।