সরিষাবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

প্রকাশিত: ১১:২০ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২০

অনলাইন ডেস্ক : জামালপুরের সরিষাবাড়ীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগ পৃথক কর্মসূচির আয়োজন করে।

উপজেলা আওয়ামী লীগের অফিসে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডা. মো. মুরাদ হাসান এমপির নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন ফুলের শ্রদ্ধাঞ্জলি জানায়। এছাড়া জাতীয় পতাকা অর্ধনমিত, কালো ব্যাজ ধারণ, সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পরে উপজেলা পরিষদ চত্ত্বরে প্রশাসন আলোচনা সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডা. মো. মুরাদ হাসান এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহমদ এতে সভাপতিত্ব করেন।

এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ সানোয়ার হোসেন বাদশা, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন অর রশিদ, সহসভাপতি মুক্তিযোদ্ধা এম এ লতিফ, সহসভাপতি মনির উদ্দিন, যুবলীগ নেতা সাখাওয়াতুল আলম মুকুলসহ আওয়ামী লীগ, অংঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

অপরদিকে তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডা. মো. মুরাদ হাসান উপজেলার বিভিন্ন স্থানে দিনব্যাপি দুস্থদের মধ্যে খিচুরি বিতরণ করেন।