চার শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় গৌরীপুর এসএসসি ৯৫ ব্যাচের মানববন্ধন

প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২০

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চার শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় জড়িতদের বিচার ও নিরাপদ সড়কের দাবিতে নেত্রকোণার দুর্গাপুর বিরিশিরি সড়কে কালা মার্কেট এলাকায় মানববন্ধন করেছে ময়মনসিংহের গৌরীপুরের এসএসসি-৯৫ ব্যাচের সদস্যরা।

শুক্রবার (৬ মার্চ) সকাল সাড়ে ১০ টায় এ মানববন্ধন হয়েছে। পরে নিহতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। গৌরীপুর এসএসসি-৯৫ ব্যাচের পক্ষে শহিদুল ইসলাম মিল্টন এ বিষয়ে সাংবাদিকদের নিশ্চিত করেন।

উল্লেখ্য শনিবার (২৯ ফেব্রুয়ারী) রাত ৯ টার দিকে নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার বিরিশিরি সড়কে কালা মার্কেট এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে। এতে নিহত হয় ময়মনসিংহের গৌরীপুর উপজেলার হাজী আমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী শালিহর গ্রামের আবুল হকের ছেলে আশরাফুল আলম (১৫),৯ম শ্রেণির ছাত্র রমজান আলী খানের ছেলে রাকিবুল ইসলাম(১৪),এতিমখানার শিশু ছাত্র মৃত আব্দুল মজিদের ছেলে ইয়াছিন মিয়া (১১) ও শালীহর এম এ মোতালেব বেগ দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী তারাকান্দা উপজেলা বিসকা গ্রামের ছমির উদ্দিনের ছেলে মাহাবুল ইসলাম (১৬)।