গৌরীপুর ভুমি অফিসে সঠিক সেবা দিতে চান নবাগত এসিল্যান্ড আবিদুর রহমান দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:০৬ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২০ কমল সরকার, গৌরীপুর : ময়মনসিংহের গৌরীপুরে নবাগত সহকারী কমিশনার (ভুমি) হিসাবে সদ্য যোগদান করেছেন মোঃ আবিদুর রহমান। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সেঁজুতি ধরের নিকট যোগদান করেই তার ফেসবুক আইডিতে পোষ্ট দিয়ে গৌরীপুর বাসীর কাছে দোয়া এবং সহযোগিতা চেয়েছেন। যাতে তিনি সঠিক ভাবে মানুষকে সেবা দিতে পারেন। তাঁর এই পোষ্টটি গৌরীপুরে অনেকাংশে সমাদৃত ও হয়রানীর শিকার ভুক্তভোগী মহলের মাঝে আশার সঞ্চার করেছে। যে সকল ভুক্তভোগী দিনের পর দিন কাজের জন্য ভুমি অফিসে ধর্ণা দিতে হয়েছে। তারা আশাবাদী হয়েছে যে এখন ভুমি অফিসে অনিয়ম,ভোগান্তি মুক্ত সেবা পাওয়া যাবে। এসিল্যান্ড ইতিমধ্যে রামগোপালপুর ভুমি অফিসের রান্তা নির্মান কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার না করার জন্য আদেশ দেন। পরবর্তীতে গুনগত মান বজায় রেখে ঠিকাদার প্রকল্পের কাজ শুরু করলে সরজমিন দেখে পুনরায় কাজ করার অনুমতি প্রদান করেন তিনি। একটি সুত্র জানিয়েছে তিনি ইতোমধ্যেই উপজেলার সকল সহকারী ভুমি কর্মকর্তাদের নিয়ে আলোচনা করে তাদেরকে সঠিক দিক নির্দেশনা দিয়েছেন। আলোচনায় তিনি সরকারী নিয়ম মেনে দাখিলা, মিস কেইস, নামজারী নিয়ে সাধারণ মানুষ যেন কেউ ভোগান্তি বা হয়রানির শিকার না হয় এবং সঠিক সময়ে সঠিক কাজ করার জন্য সকল সহকারী ভুমি কর্মকর্তাদের নির্দেশ দেন। এ ছাড়াও অন লাইন খারিজ নিয়ম মাফিক না হয়ে আটকে থাকায় তিনি অসন্তুষ্টি প্রকাশ করেছেন বলে জানা গেছে। তিনি ২নং গৌরীপুর ভুমি অফিস পরির্দশন করেন ও অফিসে আগত ভুক্তভোগী মানুষের সাথে কথা বলে সঠিক সেবার বিষয়ে আলোচনা করেন। এ সময় তিনি অফিসের রেজিষ্টার চেক করেন এবং মানুষকে হয়রানি মুক্ত ভাবে সেবা দিতে নির্দেশ দেন। এ ছাড়া তিনি মোবাইলকোর্ট পরিচালনার সময় কভিড-১৯ সংক্রামণে সরকারি নির্দেশ না মানায় যত সামান্য জরিমানা করে জনসাধারনকে সতর্ক করার পাশাপাশি গরীব মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন। ভুক্তভোগীদের অভিযোগের বিষয়ে নবাগত এসিল্যান্ড এর নিকট জানতে চাইলে তিনি বলেন আমি উত্থাপিত বিষয়গুলো খতিয়ে দেখছি। তিনি আরও জানান আমি আগামী এক মাসের মধ্যে আটকে থাকা সমস্ত নাম খারিজগুলো নিঃস্পত্তি করার জোড়ালো প্রস্তুতি নিয়েছি। Share this:FacebookX Related posts: গৌরীপুর পৌরসভায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভা সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গৌরীপুরে পৌর মেয়র সৈয়দ রফিকের মতবিনিময় গৌরীপুরে তিথী হত্যার বিচারের দাবিতে আইডিয়াল কিন্ডার গার্টেনের বিক্ষোভ গৌরীপুরে শিশু ছেলের সাথে খেলা নিয়ে ঝগড়া, প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল বাবার গৌরীপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ১৭ চার শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় গৌরীপুর এসএসসি ৯৫ ব্যাচের মানববন্ধন গৌরীপুর প্রাক্তন ছাত্রদের করোনায় ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক সহায়তা গৌরীপুর সহনাটী ইউনিয়নে এমপি’র ঈদ উপহার পেলো ১শ পরিবার গৌরীপুর স্যানিটারি ইন্সপেক্টর কর্মস্থলে না এসেই বেতন-ভাতা ভোগ করছেন গৌরীপুর ডৌহাখলা ইউনিয়নে ২১১জন অসহায়দের মাঝে ভাতাবহি বিতরণ গৌরীপুর বিদ্যুত অফিসে অগ্নিদগ্ধ বিদ্যুৎকর্মী হবি’র অবস্থা সংকটাপন্ন গৌরীপুর পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে প্রার্থীদের জরিমানা SHARES Matched Content দেশের খবর বিষয়: এসিল্যান্ড আবিদুর রহমানগৌরীপুরনবাগতভুমি অফিসেসঠিক সেবা দিতে চান