মির্জাগঞ্জে ঘরে ঢুকে ৩ জনকে কুপিয়েছে দুবৃর্ত্তরা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:০৯ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২০ মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর মির্জাগঞ্জে সাবেক সেনা সদস্য মোঃ মামুন মোল্লার বসত ঘরে ঢুকে ৩ জনকে কুপিয়ে জখম করেছে দূর্বৃত্তরা। গত রবিবার গভীর রাতে উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের মকুমা গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- মোঃ মামুন মোল্লা (৫২),তার স্ত্রী হাসিনা বেগম(৪২) ও ছেলে জোবায়ের(১৬)। থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের মকুমা গ্রামের সাবেক সেনা সদস্য মোঃ মামুন মোল্লার পরিবারের সবাই রবিবার রাতে ঘুমিয়ে পড়ে। ওইদিন রাত দেড়টার দিকে ৫-৭ জন দূর্বৃত্তরা ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। মোঃ মামুন মোল্লাসহ পরিবারের লোকজন দূর্বৃত্তদের উপস্থিত টের পেলে তাদের সাথে এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে দূর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে গৃহকর্তাসহ ৩ জনকে জখম করেন এবং তাঁর ঘরে রাখা ১ লক্ষ টাকা নিয়ে যায়। তাদের ডাক-চিৎকারে এলাকাবাসী টের পেয়ে দূর্বৃত্তদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। আহত অবস্থায় তাদের উদ্ধার করে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এ ছাড়াও উপজেলার পূর্ব সুবিদখালী, পশ্চিম কাকড়াবুনিয়া ও চৈতা এলাকায় সম্প্রতি গরু চুরির ঘটনাসহ চুরির ঘটনা ঘটেছে অভিযোগ রয়েছে। মির্জাগঞ্জ থানার ওসি এম আর শওকত আনোয়ার ইসলাম বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে। দূর্বৃত্তদের গ্রেফতারের চেষ্টা অবহিত আছে। পার্শ্ববর্তী থানাতেও তথ্য দেওয়া হয়েছে। Share this:FacebookX Related posts: করোনার ঝুঁকি এড়াতে মির্জাগঞ্জে স্কুল মাঠে বসল বাজার মির্জাগঞ্জে ঘর ভাংচুর, তরুণীকে পিটিয়ে জখম মির্জাগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু মির্জাগঞ্জে ভাইস-চেয়ারম্যানকে পিটালো ছাত্রলীগনেতা মির্জাগঞ্জে করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তি ও তার স্ত্রীর রিপোর্ট পজিটিভ মির্জাগঞ্জে চোরাই মালামালসহ আটক-২ মির্জাগঞ্জে স্কুল শিক্ষক ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ আক্রান্ত-৪ মির্জাগঞ্জে ২ বছরেও শেষ হয়নি সড়ক নির্মানের কাজ ভোগান্তিতে এলাকাবাসী মির্জাগঞ্জে স্বাস্থ্য বন্ধু ও ওয়াইপিএসডি’এর যৌথ উদ্যোগে ফ্রী চিকিৎসা ও মাস্ক বিতরণ মির্জাগঞ্জে শিক্ষক কর্মচারীর প্রনোদনা তালিকায় অনিয়মের অভিযোগ মির্জাগঞ্জে বিএনপির ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত মির্জাগঞ্জে ১৭ বছরেও হয়নি কমিটি, নেতৃত্বশূন্য ছাত্রদল SHARES Matched Content দেশের খবর বিষয়: ৩ জনকে কুপিয়েছে দুবৃর্ত্তরাঘরে ঢুকেমির্জাগঞ্জে