ভালুকায় কলেজ ছাত্রীর লাশ উদ্ধার

প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২০

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকা পৌরসভার ৬নং ওয়ার্ডের বাসিন্দা প্রমা আক্তার (১৭) নামে এক কলেজ ছাত্রীর লাশ সোমবার রাতে উদ্ধার করেছে ভালুকা মডেল থানার পুলিশ। নিহত প্রমা আক্তার সাবেক বিজিপির সদস্য মজিবুর রহমানের বড়মেয়ে, সে ভালুকা ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিল।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে নিহতের মা শিমুল আক্তার ছোট মেয়েকে কোচিং থেকে নিয়ে এসে দেখেন ভিতর থেকে ঘরের দরজা লাগানো। দরজা খুলার জন্য নিহতের মা ডাকাডাকি করলে সাড়া না দিলে তিনি ঘরের আরেক দরজা খুলে ভেতরে ঢুকেন। প্রমা ঘরের আড়ার সাথে রশি বেঁধে গলায় পেঁচিয়ে ঝুলে আছে। প্রমার মা ঘরের ঢুকে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে ডাক চিৎকার দিলে স্থানীয় লোকজন ছুটে এসে রশি কেটে প্রমাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রমাকে মৃত ঘোষণা করেন।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, প্রমা আক্তার আত্মহত্যা করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।