হালুয়াঘাটে করোনা আক্রান্ত রোগীদের খাবার দিলেন ইউএনও রেজাউল করিম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:১৩ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২০ জোটন চন্দ্র ঘোষ, হালুয়াঘাট : ময়মনসিংহের হালুয়াঘাটে করোনা আক্রান্ত রোগীদের বাড়ি বাড়ি খাবার পৌচ্ছে দিচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিম। উপজেলা প্রশাসন ও দুযোর্গ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে প্রত্যেক করোনা আক্রান্ত রোগীদের প্রোটিন ও ভিটামিন সি জাতীয় ফলমূল, যেমন লেবু, মালটা, আপেল, আনারস, পেয়ারা, আম, চাপাতিসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হচ্ছে। এ মহৎ কাজে প্রশাসনকে সার্বিক ভাবে সহযোগিতা করছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলাল উদ্দিন ও উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন। এ পর্যন্ত অত্র উপজেলায় ৬৩ জন করোনা আক্রান্ত রোগীদের এ সমস্ত খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) অপরাহ্নে করোনা আক্রান্ত হালুয়াঘাট থানার উপ-পুলিশ পরির্দশক জাকির হোসেনসহ বিভিন্ন করোনা রোগীদের বাসায় প্রশাসনের পক্ষ থেকে খাবার পৌঁছে দেয়া হয়। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলায় করোনা ভাইরাসে এ পর্যন্ত ৬৩ জন ব্যক্তি আক্রান্ত হয়েছেন। এদের মধ্যো অধিকাংশই দরিদ্র, মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের সদস্য। করোনায় আক্রান্ত একাধিক ব্যক্তি এ প্রতিবেদকে মুঠোফোনে বলেন, হোম আইশোলেসনে ঘর বন্দী থাকা অনেক কষ্টের। সঠিক ভাবে চলাফেরা করা যায় না। নিয়ম মাফিক ও ডাক্তারের পরামর্শে চলতে হয়। এমন সময় নিজ গৃহে খাদ্য ঘাটতি দেখা দেয়। উপজেলা প্রশাসন থেকে করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়ি বাড়ি সঠিক ভাবে খাদ্য পৌঁছে দেয়ার জন্য প্রশাসনের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম বলেন, গত ১৬ এপ্রিল অত্র উপজেলায় প্রথম করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়। সনাক্তের পর থেকে সকল রোগীকে উপজেলা প্রশাসন ও দুযোর্গ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে প্রোটিন ও ভিটামিন সি জাতীয় ফলমূল লেবু, মালটা, আপেল, আনারস, পেয়ারা, আম, চাপাতিসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হচ্ছে। এ পর্যন্ত অত্র উপজেলায় ৬৩ জন করোনা আক্রান্ত রোগীদের এ সমস্ত খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। করোনায় আক্রান্ত স্বচ্ছল ও অস্বচ্ছল সকল পরিবারগুলোর সাথে কথা বলে তাদের খাবার দেয়া হয়েছে ও শারীরিক সুস্থতার বিষয়েও খোঁজ খবর রেখে যাচ্ছেন। এ পর্যন্ত উপজেলায় করোনা থেকে সুস্থ্য হয়েছেন ৪৫ জন। মরণঘাতী করোনা ভাইরাস থেকে মুক্ত থাকতে সকলকে মাস্ক পরিধানসহ সামাজিক দুরুত্ব নিশ্চিত করতে আহবান জানান তিনি। Share this:FacebookX Related posts: হালুয়াঘাটে কর্মহীন অসহায় দুস্থ ৭০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ হালুয়াঘাটে কর্মহীন মানুষদের নগদ টাকা বিতরণ করেন অধ্যাপক মাহবুবুর রহমান হালুয়াঘাটে অভাবী মানুষের পাশে দাঁড়াতে পাড়া-মহল্লায় ছুটে চলছেন ইউপি চেয়ারম্যান হালুয়াঘাটে অসহায় হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ হালুয়াঘাটে মেডিক্যাল এ্যাসিসটেন্টকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা গৌরীপুরে ২ হাজার হতদরিদ্রের বাড়িতে খাবার পৌঁছে দিবে এমপি নাজিম হালুয়াঘাটে রাস্তায় ঘুড়ে ঘুড়ে ত্রাণ বিতরণ করলেন ইউএনও রেজাউল করিম হালুয়াঘাটে অসহায় মানুষের পাশে আহমদ ফাউন্ডেশন হালুয়াঘাটে পুকুরের পানিতে ভাঁসমান অনার্স পড়ুয়া শিক্ষার্থীর লাশ উদ্বার হালুয়াঘাটে এক সন্তানের জননীর ফাঁসিতে ঝুলে আত্মহত্যা হালুয়াঘাটে শাহ্জালাল ইসলামী ব্যাংকের উদ্যোগে কম্বল বিতরণ হালুয়াঘাটে ধর্ষণ মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত SHARES Matched Content দেশের খবর বিষয়: ইউএনও রেজাউল করিমকরোনা আক্রান্ত রোগীদেরখাবার দিলেনহালুয়াঘাটে