হালুয়াঘাটে করোনা আক্রান্ত রোগীদের খাবার দিলেন ইউএনও রেজাউল করিম

প্রকাশিত: ১০:১৩ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২০

জোটন চন্দ্র ঘোষ, হালুয়াঘাট : ময়মনসিংহের হালুয়াঘাটে করোনা আক্রান্ত রোগীদের বাড়ি বাড়ি খাবার পৌচ্ছে দিচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিম।

উপজেলা প্রশাসন ও দুযোর্গ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে প্রত্যেক করোনা আক্রান্ত রোগীদের প্রোটিন ও ভিটামিন সি জাতীয় ফলমূল, যেমন লেবু, মালটা, আপেল, আনারস, পেয়ারা, আম, চাপাতিসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হচ্ছে। এ মহৎ কাজে প্রশাসনকে সার্বিক ভাবে সহযোগিতা করছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলাল উদ্দিন ও উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন। এ পর্যন্ত অত্র উপজেলায় ৬৩ জন করোনা আক্রান্ত রোগীদের এ সমস্ত খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) অপরাহ্নে করোনা আক্রান্ত হালুয়াঘাট থানার উপ-পুলিশ পরির্দশক জাকির হোসেনসহ বিভিন্ন করোনা রোগীদের বাসায় প্রশাসনের পক্ষ থেকে খাবার পৌঁছে দেয়া হয়। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলায় করোনা ভাইরাসে এ পর্যন্ত ৬৩ জন ব্যক্তি আক্রান্ত হয়েছেন। এদের মধ্যো অধিকাংশই দরিদ্র, মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের সদস্য।
দৈনিক সময় সংবাদ
করোনায় আক্রান্ত একাধিক ব্যক্তি এ প্রতিবেদকে মুঠোফোনে বলেন, হোম আইশোলেসনে ঘর বন্দী থাকা অনেক কষ্টের। সঠিক ভাবে চলাফেরা করা যায় না। নিয়ম মাফিক ও ডাক্তারের পরামর্শে চলতে হয়। এমন সময় নিজ গৃহে খাদ্য ঘাটতি দেখা দেয়। উপজেলা প্রশাসন থেকে করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়ি বাড়ি সঠিক ভাবে খাদ্য পৌঁছে দেয়ার জন্য প্রশাসনের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম বলেন, গত ১৬ এপ্রিল অত্র উপজেলায় প্রথম করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়। সনাক্তের পর থেকে সকল রোগীকে উপজেলা প্রশাসন ও দুযোর্গ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে প্রোটিন ও ভিটামিন সি জাতীয় ফলমূল লেবু, মালটা, আপেল, আনারস, পেয়ারা, আম, চাপাতিসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হচ্ছে। এ পর্যন্ত অত্র উপজেলায় ৬৩ জন করোনা আক্রান্ত রোগীদের এ সমস্ত খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

করোনায় আক্রান্ত স্বচ্ছল ও অস্বচ্ছল সকল পরিবারগুলোর সাথে কথা বলে তাদের খাবার দেয়া হয়েছে ও শারীরিক সুস্থতার বিষয়েও খোঁজ খবর রেখে যাচ্ছেন। এ পর্যন্ত উপজেলায় করোনা থেকে সুস্থ্য হয়েছেন ৪৫ জন। মরণঘাতী করোনা ভাইরাস থেকে মুক্ত থাকতে সকলকে মাস্ক পরিধানসহ সামাজিক দুরুত্ব নিশ্চিত করতে আহবান জানান তিনি।