ভালুকায় ভূয়া ভোটার আইডি ব্যবহার করে ভূমি জালিয়াতি দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২০ অনলাইন ডেস্ক : ময়মনসিংহের ভালুকায় ভূয়া ভোটার আইডি ব্যবহার করে শতকোটি টাকার ভূমি জালিয়াতি ও আত্মসাতের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে কয়েকটি ভূক্তভোগী আসহায় পরিবার। শনিবার সকালে ভালুকা প্রেসক্লাব মিলনায়তনে ওই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এ সময় ক্ষতিগ্রস্ত ও ভূক্তভোগী পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলার বাসিল গ্রামের মো. আব্দুল বারেকের ছেলে ইলিয়াস আহাম্মেদ। তিনি লিখিত বক্তব্যে বলেন, ভূয়া ভোটার আইডি ও ভূয়া কাগজপত্র ব্যবহার করে বাশিল মৌজার সাবেক ৩৪০, ৩৩৯, ৭৪ ও ৬০ দাগে এবং বিআরএস ৩৫৮৭, ৩৫৮৮, ৩৪৬৫, ৩৪৬৮, ৪১২, ৪৭৫ ও ৪৮১ নম্বর দাগে আমার শারীরিক প্রতিবন্ধী বাবা, চাচা ও ফুফুদের সাড়ে ৪ একর জমি কৌশলে নিজ নামে লিখিয়ে নেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মো. ফখর উদ্দিন আহাম্মেদ বাচ্চু। পরে ওই জমি উপজেলা ভূমি অফিসের কিছু অসাধু কর্মকর্তার সাথে মোটা অংকের টাকার বিনিময়ে নিজ নামে নামজারি ও জমাখারিজ (নং-২১৫, ২৪০, ২০৬২) করে নেয়। নামজারিকৃত সেই জমি মর্গেজ দিয়ে শতকোটি টাকা ব্যাংক লোন করেন ওই বিএনপি নেতা ফখর উদ্দিন আহাম্মেদ বাচ্চু। পরে তিনি ভালুকা সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখকের সহযোগীতায় সাবরেজিস্টার জাহাঙ্গীর আলমকে ম্যানেজ করে ভূয়া ভোটার আইডি ব্যবহার করে ১১৫৯ ও ৬৫২৯ নম্বর দলিলের আমমোক্তা দলিল করার জৈনক সালমা আক্তারের নামে। পরে ২৪২১, ২৪২২ ও ৬৬৫৯ দলিল মূলে সালমা আক্তারের কাছ থেকে ফখর উদ্দিন আহাম্মেদ বাচ্চু নিজ নামে লিখে নেন। যার মাঝে সরকারী রাস্তা, সরকারী প্রাথমিক বিদ্যালয় ও জামে মসজিদের জমিও রয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- ভূক্তভোগী সহিদ সেখ, আব্দুল বারেক, আব্দুর রাজ্জাক, লেবু সেখ, এমদাত সেখ, শিখা আক্তার, বাসির সেখ, আশ্রাব উদ্দিন, আজিজুল, রেজত আলী, মুঞ্জুরুল ইসলাম, আবুল কালম, মোহাম্মদ আলী ও নুরুল ইসলাম প্রমূখ। Share this:FacebookX Related posts: ভালুকায় কলেজ ছাত্রীর লাশ উদ্ধার ভালুকায় সড়ক দূর্ঘটনায় নিহত-২ ভালুকায় সরকারী হাসপাতালের গাফিলতিতে রাস্তায় সন্তান প্রসব ভালুকায় জুতার কারখানায় ৮লাখ টাকার মালামাল চুরি ভালুকায় ৪ জন করোনা রোগী শনাক্ত এলাকা লকডাউন ভালুকায় নির্মাণাধীন ছাদ ধ্বসে ৬ শ্রমিক আহত ভালুকায় ইউপি মেম্বারের ছেলেসহ চার মাদকসেবী গ্রেপ্তার ভালুকায় সাংবাদিক পরিচয় দানকারী সাজা প্রাপ্ত আসামী গ্রেফতার ভালুকায় মিল শ্রমিকের লাশ উদ্ধার ভালুকায় হবিরবাড়ী ইউনিয়নের স্বেচ্ছা সেবকদের মাঝে পিপিই,মাস্ক ও চশমা বিতরণ ভালুকায় বাদশাহ টেক্সটাইল মিলের গুদামে আগুনে ৩০ কোটি টাকার ক্ষয়ক্ষতি ভালুকায় আদিবাসী নারীকে অপহরণ করে ধর্ষণ SHARES Matched Content দেশের খবর বিষয়: ভালুকায়ভূমি জালিয়াতিভূয়া ভোটার আইডি ব্যবহার করে