নাগেশ্বরীতে বন্যার অবনতি, পানিবন্দি অর্ধ লক্ষ মানুষ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৭:৩৩ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২০ অনলাইন ডেস্ক : কুড়িগ্রামের নাগেশ্বরীতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানির নীচে চলে গেছে বিস্তীর্ণ এলাকা। পানিবন্দি হয়ে পড়েছেন প্রায় অর্ধ লক্ষ মানুষ। দ্বিতীয় দফা বন্যায় পানি বেড়েছে গত ৩ দিন ধরে। একের পর এক গ্রাম পানিতে ডুবে যাচ্ছে। তলিয়ে যাচ্ছে ঘর-বাড়ি। রাস্তা-ঘাটের ওপর দিয়ে অনেক উচ্চতায় পানি প্রবাহিত হওয়ায় ভেঙ্গে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। অবস্থার ভয়াবহতায় অনেকে বাড়িঘর ছেড়ে আশ্রয় নিচ্ছেন আশ্রয় কেন্দ্রে। অনেকে ঘরের ভেতরে চৌকির উপরে চৌকি দিয়ে অথবা বাঁশের উচু মাঁচা তৈরি করে বসবাস করছেন। সময় যত যাচ্ছে ততই ফুরিয়ে আসছে তাদের শুকনো খাবারের মজুদ। অনেকের ঘরে চাল, ডাল থাকলেও চারদিকের অথৈ পানিতে রান্নার সুযোগ নেই। টিউবওয়েল তলিয়ে যাওয়ায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। তৃণভূমি তলিয়ে যাওয়ার পাশাপাশি শুকনো খড় পানিতে ভিজে নষ্ট হওয়ায় দেখা দিয়েছে গো-খাদ্যের সংকট। বন্যা যত দীর্ঘায়িত হচ্ছে ততই বাড়ছে বানভাসীদের দুর্ভোগ। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস জানায়, বন্যায় উপজেলার ১০ ইউনিয়নের ৪৮টি গ্রাম সম্পূর্ণ তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্থ হয়েছেন ৫ হাজার ৫২৮ পরিবারের ৪৪ হাজার ৭৯৯ জন মানুষ। ইতোমধ্যে বানভাসীদের মাঝে ৬০ মে. টন চাল, নগদ ৬ লক্ষ ৩০ হাজার টাকা, শিশু খাদ্যের জন্য ১ লক্ষ ১৫ হাজার ও গো-খাদ্যের জন্য ৮০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। আরও বরাদ্দ পাওয়া গেছে ৩৬ মে. টন চাল, ৮০ হাজার টাকা, শিশু খাদ্যের জন্য ৪০ হাজার ও গো-খাদ্যের জন্য ৪০ হাজার টাকা। যা বিতরণ করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর আহমেদ মাছুম জানান, বন্যা মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে বন্যা আশ্রয়কেন্দ্রগুলো। অবস্থার আরও অবনতি হলে যাতে দ্রুত বন্যা দুর্গতদের আশ্রয় কেন্দ্রে নেয়া যায় এ জন্য ইউনিয়ন চেয়ারম্যানদের নৌকা প্রস্তুত রাখতে বলা হয়েছে। Share this:FacebookX Related posts: নাগেশ্বরীতে তলিয়ে যাচ্ছে গ্রামের পর গ্রাম নাগেশ্বরীতে ভারতীয় নাগরিককে বিএসএফের কাছে হস্তান্তর নাগেশ্বরীতে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার নাগেশ্বরীতে পৌরসভা নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা আটোয়ারীতে “বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা” শীর্ষক সেমিনার রংপুরে দেশীয় চোলাই মদ পান করে চারজনের মৃত্যু বোদায় দু’শতাধিক নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ খাদ্য নিয়ে দরিদ্রদের বাড়ি-বাড়ি ছুটছেন মেয়র টুটুল পঞ্চগড়ে সবুজপাতা মোবাইল এ্যাপস এর উদ্বোধন করলেন রেলপথ মন্ত্রী কুড়িগ্রামে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার সোনাহাট স্থলবন্দরে ধর্মঘট চলছে প্রধানমন্ত্রীর সহায়তা পেলেন বীরাঙ্গনা জোহরা বেগম SHARES Matched Content দেশের খবর বিষয়: নাগেশ্বরীতেপানিবন্দি অর্ধ লক্ষ মানুষবন্যার অবনতি