নাগেশ্বরীতে ভারতীয় নাগরিককে বিএসএফের কাছে হস্তান্তর দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২০ অনলাইন ডেস্ক : নাগেশ্বরীতে মানসিক ভারসম্যহীন একজন ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ। পরে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে কচাকাটার ধনীরামপুর সীমান্তে বিএসএফ এর কাছে হস্তান্তর করা হয়। পুলিশ জানায়, গত শুক্রবার রাত সাড়ে ৮টায় উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের খেলারভিটা নতুনচর গ্রামে এক অপরিচিত ব্যাক্তি ঘোরাফেরা করছিল। তার কথা বর্তায় সন্দেহ হলে এলাকাবাসী তাকে আটক করে ৯৯৯ এ ফোন দেয়। সেখান থেকে নাগেশ্বরী থানা পুলিশকে জানানো হয়। পরে এসআই নুর ইসলাম ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে আসেন। এসময় তার অসংলগ্ন আচার আচরণ ও কথাবার্তায় তাকে মানসিক ভারসম্যহীন মনে হয়। কোন কিছুই সে সঠিকভাবে বলতে পারছিল না। তবে তার কাছ থেকে পাওয়া একটি ভারতীয় পরিচয়পত্র থেকে জানা যায়, সে ভারতের উড়িশ্যা প্রদেশের কালাহান্দি জেলার জয়াপাটনা থানার মহাবীরপদা গ্রামের সান্দিয়া নায়েকের ছেলে বরুণ নায়েক। জিজ্ঞাসাবাদে সে আরো জানায় তার মা আশামতি, ভাই ময়নাল নায়েক, চক্র নায়েক এবং কাকা বয়সিং নায়েক। সোমবার সকালে এনিয়ে কচাকাটার ধনীরামপুর সীমান্তের ১০৩০ মেইন পিলারের পাশে বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন বিজিবির পক্ষে নারায়ণপুর চৌদ্দঘরি বিজিবি ক্যাম্প কমান্ডার জাহাঙ্গীর আলম, সঙ্গে ছিলেন নাগেশ্বরী থানার এস.আই নুর ইসলাম ও বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন তিস্তার পাড় বিএসএফ ক্যাম্প ইন্সপেক্টর দীপক সিশারা, সঙ্গে ছিলেন পুলিশ কন্সটেবল সমির কে.আর রায়। পরে কচাকাটার ধনীরামপুর সীমান্তে বরুণ নায়েককে বিএসএফ এর হাতে তুলে দেয়া হয়। নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ (ওসি) রওশন কবীরের সত্যতা নিশ্চিত করেন। Share this:FacebookX Related posts: নাগেশ্বরীতে তলিয়ে যাচ্ছে গ্রামের পর গ্রাম নাগেশ্বরীতে বন্যার অবনতি, পানিবন্দি অর্ধ লক্ষ মানুষ নাগেশ্বরীতে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার নাগেশ্বরীতে পৌরসভা নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা গোবিন্দগঞ্জে লম্পট লাজু মিয়ার বিচারের দাবিতে সড়ক অবরোধ রাণীশংকৈলে ঝুঁকিতে সেতু, থামছেই না বালু উত্তোলন রেলমন্ত্রীর নিজস্ব অর্থায়নে মাঠকর্মীদের মাঝে পিপিই বিতরণ বিরামপুরে ১৮০০ পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশী দেশে ফিরলো কুড়িগ্রামে আবারো বন্যা পরিস্থিতির অবনতি বাংলাবান্ধা আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করলেন রেলপথ মন্ত্রী জামাতাকে হত্যার দায়ে শ্বশুরের ফাঁসি, স্ত্রীসহ ৩ জনের যাবজ্জীবন SHARES Matched Content দেশের খবর বিষয়: নাগেশ্বরীতেবিএসএফের কাছে হস্তান্তরভারতীয় নাগরিককে