হোটেল কক্ষে ইয়াবা সেবন, ইউপি চেয়ারম্যান আটক

প্রকাশিত: ১০:৪৬ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২০

অনলাইন ডেস্ক : হোটেল কক্ষে ইয়াবা সেবনের সময় বরগুনার বেতাগী সদর ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলামসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
রবিবার বিকেল সাড়ে চারটার দিকে বরগুনার তাজবিন হোটেলে অভিযান চালিয়ে পুলিশ ওই তিনজনকে আটক করে। এসময় কক্ষে তল্লাশি চালিয়ে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ করা হয়।

অভিযানটি পরিচালনা করেন সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শহীদূল ইসলাম। তিনি বলেন, গোপন সংবাদে শহরের তাজবিন হোটেলে অভিযান চালিয়ে ইয়াবা সেবনের সময় চেয়ারম্যান নজরুল ইসলাম ও তার অপর দুই সহযোগী আক্কাস শরীফ ও মোহসিনকে আটক করা হয়। এসময় ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ করা হয়।

শহীদুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হবে।