ফুলবাড়ী সীমান্তে ১৮ কেজি গাঁজা জব্দ

প্রকাশিত: ১০:৪৮ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২০

অনলাইন ডেস্ক : কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৮ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।

শনিবার গভীর রাতে কাশিপুর বিওপি‘র নায়েক মোঃ মাহাবুব হোসেনের নেতৃত্বে বিজিবির ৬ সদস্যের একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ৯৪৩ এর সাব পিলার ৩-এসের পাশ থেকে প্রায় ৮শ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার ধর্মপুর নামকস্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫ পোটলা গাঁজা (১৮কেজি) মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়েছে। জব্দকৃত গাঁজার আনুমানিক মূল্য-৬৪ হাজার ৭৫০ টাকা। এ প্রসঙ্গে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল এস এম তৌহিদ-উল-আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।